ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে উল্লসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল -সংবাদ
পেসার মারুফা ও স্পিনার রাবেয়ার দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
রোববার (১৬ জুলাই) শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বৃস্টি আইনে ভারতকে ৪০ রানে হারায় নিগার সুলতানার দল। আগে ব্যাট করে বাংলাদেশের ৪৩ ওভার সব উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় খেলা ৪৪ ওভারে নির্ধারণ করা হয় এবং জয়ের জন্য ভারতেকে ১৫৪ রানের লক্ষ্য দেয়া হলে তারা ৩৫.৫ ওভারে অল-আউট হয় ১১৩ রানে। ঐতিহাসিক এই জয়ে মারুফা ৪টি ও রাবেয়া ৩টি উইকেট নেন।
ছয়বারের দেখায় এই প্রথম ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।
সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৪৫ বল খেলে মাত্র ১৪ রান তুলেন তারা। রানের খাতা না খুলেই প্রথম ব্যাটার হিসেবে আউট হন শারমিন। পরের ওভারে নামের পাশে ১৩ রান রেখে ফিরেন মুরশিদা।
১৪ রানে ২ উইকেট পতনের দলের হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ দশমিক ১ ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়। তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন ফারজানা ও নিগার। ফারজানা ২৭ রানে থামলেও দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। ফারজানার ইনিংসে ৫টি ও নিগারের ব্যাট থেকে ৩টি বাউন্ডারি আসে।
৩১তম ওভারে দলীয় ১০৩ রানের মধ্যে ফারজানা ও নিগার ফেরার পর শক্তহাতে বাংলাদেশের হাল ধরতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ৪৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয় বাংলাদেশ। লোয়ার অর্ডারে সুলতানা খাতুন ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ ও রাবেয়া খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৯ রান পায় বাংলাদেশ। ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।
৪৪ ওভারে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটের শুরুতেই চাপে পড়ে ভারত। বাংলাদেশের বোলারদের তোপে ৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। এ সময় মারুফা ২টি ও রাবেয়া ১টি উইকেট নেন।
শুরুর চাপ সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। মারুফা ও রাবেয়ার বোলিং তোপে ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অল-আউট হয় ভারত। দলের পক্ষে দিপ্তি শর্মা ২০, আমানজত-ইয়াশটিকা ভাটিয়া ১৫ রান করে করেন।
৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৭ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মারুফা।
আগামী বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ৪৩ ওভারে ১৫২ (মুর্শিদা ১৩, শারমিন ০, ফারজানা ২৭, নিগার ৩৯, রিতু ৮, রাবেয়া ১০, নাহিদা ২, ফাহিমা ১২*, সুলতানা ১৬, মারুফা ৬; দীপ্তি ১/২৬, আমানজত ৪/৩১, বিদ্যা ২/৩৬)।
ভারত (লক্ষ্য ৪৪ ওভারে ১৫৪) ৩৫.৫ ওভারে ১১৩ (প্রিতা ১০, স্মৃতি ১১, ইয়াস্তিকা ১৫, হারমানপ্রিত ৫, জেমিমা ১০, দীপ্তি ২০, আমানজত ১৫, রানা ০, বিদ্যা ১০*, পুজা ৭, বারেড্ডি ২; মারুফা ৭-০-২৯-৪, নাহিদা ১/১৬, সুলতানা ১/২০, রাবেয়া ৭.৫-০-৩০-৩)
ম্যাচসেরা : মারুফা আক্তার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে উল্লসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল -সংবাদ
রোববার, ১৬ জুলাই ২০২৩
পেসার মারুফা ও স্পিনার রাবেয়ার দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
রোববার (১৬ জুলাই) শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বৃস্টি আইনে ভারতকে ৪০ রানে হারায় নিগার সুলতানার দল। আগে ব্যাট করে বাংলাদেশের ৪৩ ওভার সব উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় খেলা ৪৪ ওভারে নির্ধারণ করা হয় এবং জয়ের জন্য ভারতেকে ১৫৪ রানের লক্ষ্য দেয়া হলে তারা ৩৫.৫ ওভারে অল-আউট হয় ১১৩ রানে। ঐতিহাসিক এই জয়ে মারুফা ৪টি ও রাবেয়া ৩টি উইকেট নেন।
ছয়বারের দেখায় এই প্রথম ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।
সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৪৫ বল খেলে মাত্র ১৪ রান তুলেন তারা। রানের খাতা না খুলেই প্রথম ব্যাটার হিসেবে আউট হন শারমিন। পরের ওভারে নামের পাশে ১৩ রান রেখে ফিরেন মুরশিদা।
১৪ রানে ২ উইকেট পতনের দলের হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ দশমিক ১ ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রায় ২ ঘণ্টা খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়। তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন ফারজানা ও নিগার। ফারজানা ২৭ রানে থামলেও দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। ফারজানার ইনিংসে ৫টি ও নিগারের ব্যাট থেকে ৩টি বাউন্ডারি আসে।
৩১তম ওভারে দলীয় ১০৩ রানের মধ্যে ফারজানা ও নিগার ফেরার পর শক্তহাতে বাংলাদেশের হাল ধরতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ৪৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয় বাংলাদেশ। লোয়ার অর্ডারে সুলতানা খাতুন ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ ও রাবেয়া খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৯ রান পায় বাংলাদেশ। ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।
৪৪ ওভারে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটের শুরুতেই চাপে পড়ে ভারত। বাংলাদেশের বোলারদের তোপে ৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। এ সময় মারুফা ২টি ও রাবেয়া ১টি উইকেট নেন।
শুরুর চাপ সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। মারুফা ও রাবেয়ার বোলিং তোপে ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অল-আউট হয় ভারত। দলের পক্ষে দিপ্তি শর্মা ২০, আমানজত-ইয়াশটিকা ভাটিয়া ১৫ রান করে করেন।
৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৭ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মারুফা।
আগামী বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ৪৩ ওভারে ১৫২ (মুর্শিদা ১৩, শারমিন ০, ফারজানা ২৭, নিগার ৩৯, রিতু ৮, রাবেয়া ১০, নাহিদা ২, ফাহিমা ১২*, সুলতানা ১৬, মারুফা ৬; দীপ্তি ১/২৬, আমানজত ৪/৩১, বিদ্যা ২/৩৬)।
ভারত (লক্ষ্য ৪৪ ওভারে ১৫৪) ৩৫.৫ ওভারে ১১৩ (প্রিতা ১০, স্মৃতি ১১, ইয়াস্তিকা ১৫, হারমানপ্রিত ৫, জেমিমা ১০, দীপ্তি ২০, আমানজত ১৫, রানা ০, বিদ্যা ১০*, পুজা ৭, বারেড্ডি ২; মারুফা ৭-০-২৯-৪, নাহিদা ১/১৬, সুলতানা ১/২০, রাবেয়া ৭.৫-০-৩০-৩)
ম্যাচসেরা : মারুফা আক্তার।