image

??????? ???-?

এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও হেরেছে পিএসজি

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও প্যারিস সেন্ট জার্মেই শুক্রবার ফরাসী লিগ-১ এ নিসের কাছে ৩-২ গোলে হেরে গেছে। নিজেদের মাঠে পিএসজির এটা ছিল চলতি মৌসুমে প্রথম পরাজয়। এ ম্যাচে জিততে পারলে পিএসজি সাময়িক সময়ের জন্য পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারতো। কিন্তু তা হয়নি, পরাজয়ের কারণে তারা এখন নেমে গেছে তালিকার তৃতীয় স্থানে।

পিএসজি মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। বহু কাঙ্খিত টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে এ পরাজয় কিছুটা হলেও চিন্তায় ফেলছে পিএসজির কোচ লুইস এনরিকেকে। এ ম্যাচ জিতে নিস উঠেছে তালিকার দ্বিতীয় স্থানে। চলতি মৌসুমে নিস এখন পর্যন্ত কোন ম্যাচে পরাজিত হয়নি। এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে মোনাকো।

ম্যাচ শেষে কোচ এনরিকে বলেন, ‘নিস খুবই কঠিন প্রতিপক্ষ। তারা পরিকল্পনা বাস্তবায়নে খুবই কার্যকরী। শারীরিক দিক থেকেও তারা আমাদের চেয়ে এগিয়ে বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। কাউন্টার অ্যাটাকে তারা খুবই কার্যকরী।’

ম্যাচের প্রথমার্ধে পিএসজির আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ওসমানে ডেম্বেলে এবং কিলিয়ান এমবাপ্পেকে গোল বঞ্চিত রাখেন প্রতিপক্ষের গোলরক্ষক মার্সিন বুলকা। ২১ মিনিটে মোফির গোলের নিস এগিয়ে যায়। দশ মিনিট পর এমবাপ্পের দারুন গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়। এ গোলের পর আবার গোলের সুযোগ সৃষ্টি করে তারা এবং ডেম্বেলের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে।

বিরতি পর পরই আবার গোল করে এগিয়ে যায় নিস। মোফির পাস থেকে গোল করেন গায়েতান ল্যাবোরডে। এর পর সোফিয়ারে ডিওডের শট রুখে দেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। কিন্তু ৬৮ মিনিটে তিনি রুখতে পারেননি মোফির শট। এর ফলে তারা এগিয়ে যায় ৩-১ গোলে। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে এমবাপ্পে দ্বিতীয় গোল করলে পরাজয় এড়ানোর আশা জেগে ওঠে পিএসজির। ইনজুরি টাইমে পিএসজির বক্সের ভেতরে কয়েকটা আক্রমন করেও আর কোন গোল করতে পারেনি পিএসজি। ফলে নিজেদের মাঠে মৌসুমের প্রথম পরাজয় বরণ করতে হয় চ্যাম্পিয়নদের।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি