কোপা আমেরিকা
বলিভিয়ার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়েও দারুন ভাবে ঘুরে দাড়িয়ে ৩-১ গোলে জিতেছে প্যারাগুয়ে। বলিভিয়া প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে তিনটি গোল করে ম্যাচ জিতে নেয়। বলিভিয়া খেলার ধারার বিপরীতে এগিয়ে গেলেও তারা ধরে রাখতে ব্যর্থ হয়। বিরতির আগেই তারা পরিনত হয় দশজনের দলে। করোনা টেস্টে পজেটিভ হওয়ায় নিয়মিত একাদশের ৫জনকে ছাড়াই এ ম্যাচ খেলতে হয়েছে বলিভিয়াকে। ৫জনের একজন হলেন স্ট্রাইকার মার্সেলো মার্টিন্স। তিনি দেশের হয়ে শেষ সাত ম্যাচে সাতটি গোল করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে অবশ্য তাদের রেকর্ডও তেমন ভাল নয়। ১৯৬৩ সালের পর আর কোপায় প্যারাগুয়েকে হারাতে পারেনি বলিভিয়া। যদিও মাত্র দশ মিনিটের মাথায়ই তারা গোল করে এগিয়ে গিয়েছিল এ ম্যাচে। গোলটি হয় পেনাল্টি থেকে। প্যরাগুয়ের অনুকুলেও রেফারি একটি পেনাল্টি দিয়েছিলেন। কিন্তু ভিএআর এ দেখা যায় পেনাল্টির ঘটনার আগেই তাদের একজন খেলোয়াড় অফসাইড ছিলেন। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে বলিভিয়ার জাউমে কুয়েলার লাল কার্ড দেখলে খেলা প্যারাগুয়ের দিকে ঝুকে পড়ে। বিরতির পর প্রাধান্য বিস্তার করে খেলে তিন গোল করে ম্যাচ জিতে যায়। জোড়া গোল করেন আঞ্জেল রোমেরো। ৬২ মিনিটে আলেজান্দ্রো রোমেরো করেন প্রথম গোল। ৬৫ এবং ৮০ মিনিটে গোল করেন অ্যাঞ্জেল রোমেরো।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
কোপা আমেরিকা
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
বলিভিয়ার বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়েও দারুন ভাবে ঘুরে দাড়িয়ে ৩-১ গোলে জিতেছে প্যারাগুয়ে। বলিভিয়া প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে তিনটি গোল করে ম্যাচ জিতে নেয়। বলিভিয়া খেলার ধারার বিপরীতে এগিয়ে গেলেও তারা ধরে রাখতে ব্যর্থ হয়। বিরতির আগেই তারা পরিনত হয় দশজনের দলে। করোনা টেস্টে পজেটিভ হওয়ায় নিয়মিত একাদশের ৫জনকে ছাড়াই এ ম্যাচ খেলতে হয়েছে বলিভিয়াকে। ৫জনের একজন হলেন স্ট্রাইকার মার্সেলো মার্টিন্স। তিনি দেশের হয়ে শেষ সাত ম্যাচে সাতটি গোল করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে অবশ্য তাদের রেকর্ডও তেমন ভাল নয়। ১৯৬৩ সালের পর আর কোপায় প্যারাগুয়েকে হারাতে পারেনি বলিভিয়া। যদিও মাত্র দশ মিনিটের মাথায়ই তারা গোল করে এগিয়ে গিয়েছিল এ ম্যাচে। গোলটি হয় পেনাল্টি থেকে। প্যরাগুয়ের অনুকুলেও রেফারি একটি পেনাল্টি দিয়েছিলেন। কিন্তু ভিএআর এ দেখা যায় পেনাল্টির ঘটনার আগেই তাদের একজন খেলোয়াড় অফসাইড ছিলেন। ফলে পেনাল্টি বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে বলিভিয়ার জাউমে কুয়েলার লাল কার্ড দেখলে খেলা প্যারাগুয়ের দিকে ঝুকে পড়ে। বিরতির পর প্রাধান্য বিস্তার করে খেলে তিন গোল করে ম্যাচ জিতে যায়। জোড়া গোল করেন আঞ্জেল রোমেরো। ৬২ মিনিটে আলেজান্দ্রো রোমেরো করেন প্রথম গোল। ৬৫ এবং ৮০ মিনিটে গোল করেন অ্যাঞ্জেল রোমেরো।