image

মরুর বুকের ফুটবল মহারণের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

সংবাদ অনলাইন রিপোর্ট

আর মাত্র কিছুক্ষণ। এরপরই শেষ হচ্ছে চার বছরের দীর্ঘ অপেক্ষার। অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। যে মরুর বুকে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ।

ফিফা ফুটবলের ২২তম আসরের পর্দা উঠছে আর কিছুক্ষণের মধ্যে। কাতারের মরুর বুকে এই মহারণ শুরু প্রহর গুনছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। এই মহাযজ্ঞ স্বরণীয় করে রাখতে এবার অলিম্পিকের আদলে হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

কাতারের রাজধানী দোহার আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধন দেখতে আসতে শুরু করেছে সমর্থকরা। ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের নির্দেশনায় আল বায়াত স্টেডিয়ামে ৩০ মিনিট ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠানটি শুরু হবে। একই মাঠে রাত ১০ টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ।

এক মাস ব্যপী ফুটবল যুদ্ধে নামবে ৩২টি দেশ। কে জিতবে কাতার বিশ্বকাপ তা নিয়ে চায়ের আড্ডা থেকে সবত্র চলছে তর্কবিতর্ক। এরই মধ্যে পাড়া-মহল্লায় শুরু হয়েছে উত্তেজনা। এ উন্মাদনায় মেতেছেন সারাবিশ্বই।

চোখ ধাঁধানো অনুষ্ঠান উপহার দিয়ে বিশ্বকে মুগ্ধ করতে সব দিক থেকেই চেষ্টা করে গেছে কাতার। বৈশ্বিক মন্দার ভেতরেও তাই কোটি কোটি ডলার খরচ করতে দ্বিধা করেনি দেশটি।

আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকলেও টিভিতে কোটি কোটি মানুষ উপভোগ করবেন অনুষ্ঠানটি। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়।

উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকবেন, তা নিয়ে ফিফা এখনও কোনও তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে।

এছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির থাকার কথা। ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে।

সম্প্রতি