image

জমকালো আয়োজনে পর্দা উঠলো কাতার ফুটবল বিশ্বকাপের

সংবাদ অনলাইন রিপোর্ট

অবশেষে সব অপেক্ষার অবসান হলো। কাতারের মরুর বুকে জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবলের। আর তাইতো সবকিছু ছাপিয়ে এখন ফুটবল উৎসবে মেতেছে বিশ্ব।

ফিফা ফুটবলের ২২তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় কাতারের রাজধানী দোহার আল বায়াত স্টেডিয়ামে। জমকালো এই উদ্বোধন দেখতে অনুষ্ঠানে ছিলেন অর্ধলক্ষাধিক দর্শক। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে শুরু হয় অনুষ্ঠান। প্রথা মেনে বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে ঢুকেন গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস।

অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। এরপরই শুরু হয় সংগীতের তালে তালে কাতারের স্থানীয় সংস্কৃতিক সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া মনোমুগ্ধকর উপস্থাপনা।

অনুষ্ঠানপর্ব শুরু হয় মর্গান ফ্রিম্যানের উপস্থাপনায়। এরপর মঞ্চে হাজির হয় কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব। এরপর প্রফেশনাল ড্যান্সার ও স্বেচ্ছাসেবকদের পারফরম্যান্স শুরু হয়।

বিশ্বকাপের গান ড্রিমার্স নিয়ে মঞ্চে আসেন বিটিএস-এর গায়ক জুং কুক। সঙ্গে ছিলেন কাতারি গায়ক ফাহাদ আল কুবাসি। জিং কুকের গান শেষে সংক্ষিপ্ত ভাষণ দেন কাতারের আমির শেখ হামিম বিন হামাদ আল থানি। সবাইকে স্বাগত ও শুভ কামনা জানিয়ে ভাষণ শেষ করেন তিনি।

এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ‘গ্রেটেস্ট শো অন আর্থের’। আর কিছুক্ষণ পরই শুরু হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।

সম্প্রতি