অনুশীলনে পেট্রোভিচ ও লুকা মর্ডিচ
নিজেদেরকে ‘আন্ডারডগ’ হিসেবে উল্লেখ করে কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের প্রতি সতর্ক উচ্চারণ করে ক্রোয়েশিয়া বলেছে, আবারও টুর্নামেন্টে ফাইনালে উঠতে যা যা দরকার তা তাদের আছে। নিজ দলের অনেক উন্নতিও দেখছে কোয়েশিয়া।
অধিনায়ক লুকা মড্রিচের নেতৃত্বে চার বছর আগে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা। কাতার বিশ্বকাপে বয়স্ক এই স্কোয়াডটি নিয়ে খুব কম লোকই আশাবাদী। আর এটিকেই ইতিবাচক হিসেবে দেখছে বর্তমান রানার্স আপ দলটি। ‘এফ’ গ্রুপ থেকে আগামী বুধবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গত আসরের রানার্স আপরা। গ্রুপের বাকী দুই প্রতিপক্ষ কানাডা ও বেলজিয়াম। এবারের বিশ্বকাপে সম্ভাবনাময় দল হিসেবে বিবেচিত হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
তবে ক্রোয়েশিয়া এখনো নির্ভর করে আছে প্লে মেকার মড্রিচ ও অভিজ্ঞ ইভান পেরিসিস এর উপর। তারপরও অনেকেরই ধারণা কাতারের চ্যালেঞ্জ নেয়ার মতো পর্যাপ্ত সামর্থ্যরে ঘাটতি রয়েছে তাদের।
২৮ বছর বয়সি এই তারকা আরও বলেন, ‘হয়তো সবার আন্তর্জাতিক ক্যারিয়ার বা স্বীকৃতি নেই, কিন্তু আমাদের আক্রমনভাগ দুর্দান্ত বলে আমি মনে করি। আমাদের খেলা মানসম্পন্ন এবং ফরোয়ার্ডদের নিয়ে চিন্তিত হবার কোন কারণ আছে বলে আমি মনে করি না।’
অনুশীলনে পেট্রোভিচ ও লুকা মর্ডিচ
রোববার, ২০ নভেম্বর ২০২২
নিজেদেরকে ‘আন্ডারডগ’ হিসেবে উল্লেখ করে কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের প্রতি সতর্ক উচ্চারণ করে ক্রোয়েশিয়া বলেছে, আবারও টুর্নামেন্টে ফাইনালে উঠতে যা যা দরকার তা তাদের আছে। নিজ দলের অনেক উন্নতিও দেখছে কোয়েশিয়া।
অধিনায়ক লুকা মড্রিচের নেতৃত্বে চার বছর আগে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় তারা। কাতার বিশ্বকাপে বয়স্ক এই স্কোয়াডটি নিয়ে খুব কম লোকই আশাবাদী। আর এটিকেই ইতিবাচক হিসেবে দেখছে বর্তমান রানার্স আপ দলটি। ‘এফ’ গ্রুপ থেকে আগামী বুধবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গত আসরের রানার্স আপরা। গ্রুপের বাকী দুই প্রতিপক্ষ কানাডা ও বেলজিয়াম। এবারের বিশ্বকাপে সম্ভাবনাময় দল হিসেবে বিবেচিত হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।
তবে ক্রোয়েশিয়া এখনো নির্ভর করে আছে প্লে মেকার মড্রিচ ও অভিজ্ঞ ইভান পেরিসিস এর উপর। তারপরও অনেকেরই ধারণা কাতারের চ্যালেঞ্জ নেয়ার মতো পর্যাপ্ত সামর্থ্যরে ঘাটতি রয়েছে তাদের।
২৮ বছর বয়সি এই তারকা আরও বলেন, ‘হয়তো সবার আন্তর্জাতিক ক্যারিয়ার বা স্বীকৃতি নেই, কিন্তু আমাদের আক্রমনভাগ দুর্দান্ত বলে আমি মনে করি। আমাদের খেলা মানসম্পন্ন এবং ফরোয়ার্ডদের নিয়ে চিন্তিত হবার কোন কারণ আছে বলে আমি মনে করি না।’