লেভানডোভস্কির পেনাল্টি মিসে কপাল পুড়লো পোল্যান্ডের
কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড। রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি মিসে কপাল পুড়েছে পোল্যান্ডের।
মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের ৫ মিনিটে মাঝমাঠ থেকে ক্রস পেয়ে ডান দিকে একাই ডি বক্সের দিকে ছুটেন লেভানডোভস্কি। ডি বক্সে একা পেয়েও বল নিজের দখলে রাখতে পারেননি।
বিপরীতে পোল্যান্ডও গুছিয়ে আক্রমণ সাজাতে থাকে। ম্যাচের ৬ থেকে ৮ মিনিটের মধ্যে ৩টি কর্নার আদায় করে পোল্যান্ড।
১২ মিনিটে হেডে বল বাইরে পাঠান মেক্সিকোর চ্যাভেজ। মোটামুটি ফাঁকা জায়গায় বল পেয়ে হেড দিতে গিয়ে বাইরে পাঠিয়ে দেন। সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর।
এরপরে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ২৬ মিনিটে মেক্সিকোর স্ট্রাইকারের নেওয়া হেড চলে যায় পোল্যান্ড গোলপোস্টের বাইরে দিয়ে।
ম্যাচের ২৭ মিনিটে আবারও গোল করার সুযোগ পায় মেক্সিকো। এবারও বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।
ম্যাচের ৪৪ মিনিটে মেক্সিকোর ফরোয়ার্ড লোজানোর নেওয়া শট রুখে দেন পোল্যান্ড গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে গোলশূন্য সমতায় বিরতিতে যায় মেক্সিকো ও পোল্যান্ড।
৫৭ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় পোল্যান্ডের। ৫৪ মিনিটে হেক্টর মোরেনো লেভানডোভস্কির শার্ট টেনে ধরেন। তাতেই কাল হয়ে দাঁড়ায় মেক্সিকোর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভার) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু তারকা এই স্ট্রাইকার তা মিস করে বসেন। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কেউই, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
লেভানডোভস্কির পেনাল্টি মিসে কপাল পুড়লো পোল্যান্ডের
বুধবার, ২৩ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে পোল্যান্ড। রবার্ট লেভানডোভস্কি পেনাল্টি মিসে কপাল পুড়েছে পোল্যান্ডের।
মঙ্গলবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের ৫ মিনিটে মাঝমাঠ থেকে ক্রস পেয়ে ডান দিকে একাই ডি বক্সের দিকে ছুটেন লেভানডোভস্কি। ডি বক্সে একা পেয়েও বল নিজের দখলে রাখতে পারেননি।
বিপরীতে পোল্যান্ডও গুছিয়ে আক্রমণ সাজাতে থাকে। ম্যাচের ৬ থেকে ৮ মিনিটের মধ্যে ৩টি কর্নার আদায় করে পোল্যান্ড।
১২ মিনিটে হেডে বল বাইরে পাঠান মেক্সিকোর চ্যাভেজ। মোটামুটি ফাঁকা জায়গায় বল পেয়ে হেড দিতে গিয়ে বাইরে পাঠিয়ে দেন। সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর।
এরপরে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ২৬ মিনিটে মেক্সিকোর স্ট্রাইকারের নেওয়া হেড চলে যায় পোল্যান্ড গোলপোস্টের বাইরে দিয়ে।
ম্যাচের ২৭ মিনিটে আবারও গোল করার সুযোগ পায় মেক্সিকো। এবারও বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা।
ম্যাচের ৪৪ মিনিটে মেক্সিকোর ফরোয়ার্ড লোজানোর নেওয়া শট রুখে দেন পোল্যান্ড গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে গোলশূন্য সমতায় বিরতিতে যায় মেক্সিকো ও পোল্যান্ড।
৫৭ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় পোল্যান্ডের। ৫৪ মিনিটে হেক্টর মোরেনো লেভানডোভস্কির শার্ট টেনে ধরেন। তাতেই কাল হয়ে দাঁড়ায় মেক্সিকোর। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় (ভার) পেনাল্টি পায় পোল্যান্ড। কিন্তু তারকা এই স্ট্রাইকার তা মিস করে বসেন। বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি আর কেউই, গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।