image

ইনজুরিতে ব্রাজিলের আরও দুই ফুটবলার

সংবাদ স্পোর্টস ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগেই ধাক্কা খেলো ব্রাজিল। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গ্যাব্রিয়েল জেসুস। ছিটকে যাওয়ার সম্ভাবনা আলেক্স টেলেসেরও। দুইজনেই ক্যামেরুন ম্যাচে খেলতে গিয়ে প্রায় একই রকমের চোট পান। কাতার বিশ্বকাপে তাদের পাওয়ার সম্ভাবনা কম।

গতকাল শুক্রবার ক্যামেরুন ম্যাচের পর ব্রাজিল দলের ডাক্তার রতিদ্রগো লাসমার বলেন, ‘গতকাল এমআরআই করার পরেই জানা যায় দুইজনের চোটের অবস্থা খুব একটা ভালো নয়। প্রসঙ্গত, জেসুস ফরোয়ার্ডে খেলেন। টেলেস রক্ষণ ভাগের খেলোয়াড়। কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিল প্রথম দল খেলালে দুইজনেরই প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম ছিল।

ব্রাজিল দলে চিন্তা রয়েছে নেইমার এবং দানিলোকে নিয়েও। সেই প্রসঙ্গে দলের ডাক্তার রড্রিগো বলেছেন, ‘নেইমার এবং আলেক্স সান্দ্রোকে নিয়ে আমাদের হাতে সময় রয়েছে। সম্ভাবনাও রয়েছে ওদের খেলার। এখনই আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ এখনও নেইমার বল নিয়ে অনুশীলন শুরু করেনি। আশা করি দ্রুত অনুশীলন শুরু করবে। চোট সারিয়ে দলের সঙ্গে কী ভাবে মানিয়ে নিতে পারে সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। তার পরেই আমরা সিদ্ধান্ত নেব ওদের খেলানো হবে কি না।’

নেইমার শুক্রবার গ্যালারিতে বসে সতীর্থদের উৎসাহ দেন। সুইজারল্যান্ড ম্যাচে জ্বরের কারণে হোটেলে কাটালেও ক্যামেরুন ম্যাচে তাকে স্টেডিয়ামে হাজির থাকতে দেখে উৎফুল্ল সমর্থকরা।

সম্প্রতি