কাতার বিশ্বকাপ ফুটবল
ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে চলতি কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার পথে বেশ দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর দুটি ম্যাচে জিততে পারলেই ফ্রান্স এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ফ্রান্স বুধবার মরক্কোকে হারালেই উঠে যাবে ফাইনালে। এর পর তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ক্রোয়েশিয়া। ফাইনালে জিতলে তারা হবে টানা দুইবার বিশ্বকাপ জেতা দ্বিতীয় দল।
২৩ বছর বয়সী এমবাপ্পে ইতোমধ্যেই নিজেকে ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো তারকাদের সাথে তুলনাযোগ্য করে ফেলেছেন। কাতার বিশ্বকাপে এমবাপ্পে এখন পর্যন্ত করেছেন ৫টি গোল। তার মতো অল্প বয়সে এ কৃতিত্ব অর্জণ করতে পেরেছিলেন দিয়েগো ম্যারাডোনা এবং পেলে। তার গতিও দূরন্ত। যদিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরা গতিতে দৌড়াননি তিনি। অবশ্য সেরা গতিময় দশ খেলোয়াড়ের মধ্যে আছেন তিনি। ফরাসী লিগে এমবাপ্পে দৌড়েছেন ২২.৪ মাইল গতিতে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে দৌড়েছেন ২১.৮৭ মাইল গতিতে।
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে গতিময় ফুটবলার হয়েছেন ঘানার কামালদিন সুলেমানা। তিনি ২২.১ মাইল গতিতে দৌড়েছেন। এমবাপ্পে দৌড়ের গতির হিসেবে আছেন আট নম্বরে। তার চেয়ে বেশী দ্রুত দৌড়েছেন স্পেনের নিকো উইলিয়ামস, ওয়েলসের ড্যানিয়েল জেমস, জার্মানির ডেভিড রাউম, আমেরিকার অ্যান্টনি রবিনসন এবং মরক্কোর আশরাফ হাকিমী।
কাতার বিশ্বকাপ ফুটবল
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে চলতি কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার পথে বেশ দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর দুটি ম্যাচে জিততে পারলেই ফ্রান্স এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। ফ্রান্স বুধবার মরক্কোকে হারালেই উঠে যাবে ফাইনালে। এর পর তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ক্রোয়েশিয়া। ফাইনালে জিতলে তারা হবে টানা দুইবার বিশ্বকাপ জেতা দ্বিতীয় দল।
২৩ বছর বয়সী এমবাপ্পে ইতোমধ্যেই নিজেকে ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির মতো তারকাদের সাথে তুলনাযোগ্য করে ফেলেছেন। কাতার বিশ্বকাপে এমবাপ্পে এখন পর্যন্ত করেছেন ৫টি গোল। তার মতো অল্প বয়সে এ কৃতিত্ব অর্জণ করতে পেরেছিলেন দিয়েগো ম্যারাডোনা এবং পেলে। তার গতিও দূরন্ত। যদিও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরা গতিতে দৌড়াননি তিনি। অবশ্য সেরা গতিময় দশ খেলোয়াড়ের মধ্যে আছেন তিনি। ফরাসী লিগে এমবাপ্পে দৌড়েছেন ২২.৪ মাইল গতিতে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে দৌড়েছেন ২১.৮৭ মাইল গতিতে।
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে গতিময় ফুটবলার হয়েছেন ঘানার কামালদিন সুলেমানা। তিনি ২২.১ মাইল গতিতে দৌড়েছেন। এমবাপ্পে দৌড়ের গতির হিসেবে আছেন আট নম্বরে। তার চেয়ে বেশী দ্রুত দৌড়েছেন স্পেনের নিকো উইলিয়ামস, ওয়েলসের ড্যানিয়েল জেমস, জার্মানির ডেভিড রাউম, আমেরিকার অ্যান্টনি রবিনসন এবং মরক্কোর আশরাফ হাকিমী।