image

আমরা বিশ্বচ্যাম্পিয়ন, অন্য কোনো কথা নেই : আর্জেন্টাইন প্রেসিডেন্ট

ক্রীড়া ডেস্ক

৩৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

আজ রোববার কাতার বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন বলে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে বলা হয়।

প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এক টুইটে লিখেন, ‘খেলোয়াড় এবং টেনিক্যাল টিমকে ধন্যবাদ। তারা এমন দারুণ উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’

প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ এবং তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পরে আরেক টুইটে ফার্নান্দেজ লিখেছেন, ‘সর্বদা একসঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। অন্য কোনো কথা নেই।’

এ পোস্টের সঙ্গে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে— সতীর্থদের ঘিরে থাকাবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

সম্প্রতি