সংবাদ স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ অক্টোবর ২০২৩

‘লঙ্কানদের বড় টার্গেট পেয়েও আত্মবিশ্বাস ছিল’

image

‘লঙ্কানদের বড় টার্গেট পেয়েও আত্মবিশ্বাস ছিল’

বুধবার, ১১ অক্টোবর ২০২৩
সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ান বলেছেন বড় টার্গেট তাড়া করার ব্যাপারে পাকিস্তান আত্মবিশ্বাসী ছিল। উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান ১৩১ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয় উপহার দেন। ওপেনার আবদুল্লাহ শফির ১০৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১১২ রানের ইনিংস খেলেছেন।

নিজেদের মধ্যে আত্মবিশ্বাসই জয়ের মূলমন্ত্র ছিল উল্লেখ করে রিজওয়ান বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য তাড়া করার ব্যপারে আত্মবিশ্বাসী ছিলাম’ ওয়ানডে বিশ্বকাপে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১১ সালে ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে জয়ী হয়েছিল আয়ারল্যান্ড যা এতদিন পর্যন্ত বিশ্বকাপে রেকর্ড ছিল।

তৃতীয় উইকেটে শফিকের সঙ্গে ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন রিজওয়ান। শফিকের প্রশংসা করে রিজওয়ান বলেছেন, ‘সে খুবই ভালো খেলেছে। স্কোরবোর্ডে যখন ৩৪৫ রানের টার্গেট থাকে তখন একজন ওপেনার হিসেবে মাথার ওপর অনেক বড় বোঝা থাকে। তখন ব্যাট হাতে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’

রিজওয়ান জানান, শেষ ২০ ওভারে টার্গেট সেট করার পরিকল্পনা তাদের ছিল, ‘এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বোর্ডের দিকে তাকাবো না। শেষ ২০ ওভারে টার্গেট স্থির করবো। সেটাই করেছি, সফলও হয়েছি। শফিক ইনিংস গড়ে দিয়ে গেছে। যে কারণে রান তাড়া করা সহজ হয়েছে।

শেষ ২০ ওভারে পাকিস্তান ১৬৩ রানে লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয়। ভারতের বিপক্ষে একই ম্যাচে একই পরিকল্পনা নিয়ে পাকিস্তান মাঠে নামবে উল্লেখ করে রিজওয়ান বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আজকের ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে। এই একই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামবো।’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের