বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর কোচ জোনাথন ট্রট বলেছেন তিনি এদেশের ছেলে-মেয়েদের আরও বেশি করে ক্রিকেটের প্রতি উৎসাহিত করতে চান। যদিও সামাজিক বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগানিস্তানে নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
গতকাল রোববার বর্তমান চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে আফগানিস্তান। একই সঙ্গে এর মাধ্যমে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচের পরাজয়ের বৃত্ত থেকেও বেরিয়ে এসেছে দলটি।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রাকৃতিক দূর্যোগও একটি অন্যতম বড় সমস্যা। সম্প্রতি বেশ কিছু বড় ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠের বাইরের কঠিন এই সমস্যাগুলোকে সামনে নিয়ে এসে ট্রট বলেছেন, ‘আফগানিস্তানে ক্রিকেটের প্রতি শুধুমাত্র একজন খেলোয়াড়ের মনোযোগ থাকে না। নিজেদের জীবনে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি পেরিয়ে আজ তারা এই পর্যায়ে এসেছে। প্রাকৃতিক নানা দুর্যোগের সঙ্গে আরও কিছু সমস্যা তাদের স্বাভাবিক জীবনকে কঠিন করে তুলেছে। ক্রিকেটে এই ধরনের জয় নিশ্চিতভাবেই দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। একই সঙ্গে ছেলে মেয়েদের হাতে ক্রিকেট ব্যাট ও বল তুলে দিতে উৎসাহিত করবে।’
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে