শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল রোববার লক্ষ্ণৌয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ২০৯ রানে অলআউট হয়ে গেলে অস্ট্রেলিয়া ৮৮ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। ২৪ রানে ওয়ার্নার(১১) ও স্মিথের(০) উইকেট হারানোর পর মার্শ ও লাবুশেন তৃতীয় জুটিতে ৫৭ এবং লাবুশেন ও ইনগ্লিশ চতুর্থ উইকেটে ৭৭ রান যোগ করলে দলের জয় সহজ হয়। মার্শ ৯ চারে ৫১
বলে ৫২ রান করে ফিরেন। লাবুশেসন করেন ৬০ বলে ৪০। ইনগ্লিশআউট হন ৫৯ বলে ৫৮ করে। শেষ পর্যন্ত ম্যাক্সওয়ে ৩১ ও স্টয়নিস ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চি করেন।
এরআগে ব্যাটিং করা শ্রীলঙ্কা দুই ওপেনার নিশাঙ্কা (৬১) ও কুশল পেরেরা (৭৮) রানের হাফ সেঞ্চুরির পর ও ২০৯ রানে অল আউট হয়। উদ্বোধনী জুটি ১২৫ রান তোলে। এই জুটি ভাঙ্গার পর তারা ৮৪ রানে ৯ উইকেট হারায়।
অস্ট্রেলিয়ার স্পিনার জাম্পা ৪৭ রানে ৪টি, অধিনায়ক কামিন্স ৩২ ও স্টার্ক ৪৩ দুটি করে উইকেট নেন। তিন ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম জয় এবং শ্রীলঙ্কার টানা তৃতীয় হার।
অর্থ-বাণিজ্য: নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে