image
চুক্তি নবায়নে অনীহা বেন স্ট্রোকসের

ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ইসিবি

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছে ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নদের কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না এ আসরে। এর মধ্যেই ইংরেজদের ক্রিকেটে নতুন ডামাডোল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে নিজের পছন্দের শর্ত দিলেন বেন স্টোকস।

একদিনের ক্রিকেট থেকে স্টোকস অবসর নিয়েছিলেন আগেই। জস বাটলারের অনুরোধে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বিশ্বকাপে সেভাবে মাঠে না নেমেও তিনি শিরোনামে উঠে এসেছেন অন্য একটি কারণে। ইসিবির দেয়ার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্টোকস।

এবার নতুনভাবে কেন্দ্রীয় চুক্তি করতে চাইছেন ইসিবি কর্তারা। ১৮ জন ক্রিকেটারকে বেছে নেয়া হয়েছে। তাদের একাধিক বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। তিনজন ক্রিকেটারকে তিন বছরের এবং ১৫ জনকে দুইবছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। আটজন ক্রিকেটারকে দেয়া হয়েছে এক বছরের চুক্তির প্রস্তাব। প্রথম তালিকায় ছিলেন স্টোকসও। কিন্তু তিনি বোর্ডের তিন বছরের চুক্তির প্রস্তাবে রাজি হননি। ক্রিকেট কর্তাদের স্টোকস জানান, এক বছরের চুক্তি করতে চান। সেই মতো জেমস অ্যান্ডারসন, মঈন আলি, ওলি রবিনসন, জ্যাক লিচ, দাউইড মালান, বেন ফোকস, রিসি টপলদের মতো স্টোকসের সঙ্গেও এক বছরের চুক্তি করছে ইসিবি।

সম্প্রতি