image

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড আর শ্রীলঙ্কা। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা সাবেক। চ্যাম্পিয়নের তকমা থাকলেও এবারের আসরে দুই দলেরই অবস্থা বেশ নাজুক। দুই দলই আজ লড়বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে ইংল্যান্ডের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

চার ম্যাচ খেলে মাত্র একটাতে জয় পেয়েছে উভয় দল। ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনার সঙ্গে তাদের দূরত্ব বেড়েই চলেছে। এ ম্যাচে যে দল হারবে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য বলতে গেলে নিয়মরক্ষার হয়ে যাবে। অন্যদিকে জয়ী দলের সেমিতে খেলার সম্ভাবনা একটু হলেও বাড়বে।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি