টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পাওয়ায় স্বস্তি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। এই জয়ে সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের। গত মঙ্গলবার খেলা শেষে বাবর বলেন, ‘তিন বিভাগেই আমরা যেভাবে খেলেছি, সব কৃতিত্ব ছেলেদের। আমরা জানি, ফখর ২০-৩০ ওভার ব্যাট করতে পারলে ম্যাচের চিত্র পাল্টে যাবে। নিজের স্বাভাবিক খেলা খেলেছে সে। তাকে দেখে ভালো লাগছে। আমরা পরের দুটি ম্যাচে জয়ের চেষ্টা করবো। এরপর দেখবো আমাদের অবস্থান কোথায় দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘শাহিনের দারুণ বোলিংয়ে আমাদের শুরু ভালো হয়েছে। ১৫-২০ ওভার পর তারা কিছু জুটি গড়েছে। আমাদের প্রধান বোলাররা উইকেট পেয়েছে।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা এখনও আছে মনে করছেন দলটির অধিনায়ক বাবর আজম। তবে এজন্য বাকি সময়টা সঠিকভাবে পার করতে হবে।
বাবর বলেন, ‘অবশ্যই আমরা পরের দুই ম্যাচে জয়ের চেষ্টা করবো। দেখা যাক এরপর আমাদের অবস্থান কী দাঁড়ায়। সামনের ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব আত্মবিশ^াসী হয়েই মাঠে নামতে চাই।’
সাত ম্যাচে তিন জয়ে পাকিস্তান ১০ দলের গ্রুপ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে।
আগামী শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। এরপর ১১ নভেম্বর কলকাতায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে পাকিস্তান। শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১৯৯২ চ্যাম্পিয়নদের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।
ফখর সম্পর্কে বাবর বলেন, ‘আমরা জানি যখন ফখর নিজের স্বাভাবিক খেলা খেলে তখন ২০-৩০ ওভার একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। সে কারণেই আমরাও তাকে স্বাভাবিক খেলা খেলতে উদ্বুদ্ধ করি। তার খেলা দেখা সবসময়ই আনন্দের। আজ আমরা ইনিংসে শুরুটা ভাল করেছি। শাহিন দ্রুত উইকেট তুলে নিয়েছে। মূল কথা হচ্ছে মিডল ওভারে আমরা বাংলাদেশকে রান করতে দেইনি ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছি।’
হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে থাকা ৩৩ বছর বয়সী ফখর জামান আসরে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। তিনি বলেন ‘এই জয়টির জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ^কাপের প্রতিটি জয় আত্মবিশ^াস বাড়ায়। বাকি দুটি ম্যাচেও আমরা জয়ী হতে চাই, আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।’
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বুধবার, ০১ নভেম্বর ২০২৩
টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পাওয়ায় স্বস্তি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। এই জয়ে সেমিফাইনালের আশা বেঁচে আছে পাকিস্তানের। গত মঙ্গলবার খেলা শেষে বাবর বলেন, ‘তিন বিভাগেই আমরা যেভাবে খেলেছি, সব কৃতিত্ব ছেলেদের। আমরা জানি, ফখর ২০-৩০ ওভার ব্যাট করতে পারলে ম্যাচের চিত্র পাল্টে যাবে। নিজের স্বাভাবিক খেলা খেলেছে সে। তাকে দেখে ভালো লাগছে। আমরা পরের দুটি ম্যাচে জয়ের চেষ্টা করবো। এরপর দেখবো আমাদের অবস্থান কোথায় দাঁড়ায়।’
তিনি আরও বলেন, ‘শাহিনের দারুণ বোলিংয়ে আমাদের শুরু ভালো হয়েছে। ১৫-২০ ওভার পর তারা কিছু জুটি গড়েছে। আমাদের প্রধান বোলাররা উইকেট পেয়েছে।
এবারের বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা এখনও আছে মনে করছেন দলটির অধিনায়ক বাবর আজম। তবে এজন্য বাকি সময়টা সঠিকভাবে পার করতে হবে।
বাবর বলেন, ‘অবশ্যই আমরা পরের দুই ম্যাচে জয়ের চেষ্টা করবো। দেখা যাক এরপর আমাদের অবস্থান কী দাঁড়ায়। সামনের ম্যাচগুলোতে আমরা যতটা সম্ভব আত্মবিশ^াসী হয়েই মাঠে নামতে চাই।’
সাত ম্যাচে তিন জয়ে পাকিস্তান ১০ দলের গ্রুপ টেবিলে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে।
আগামী শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ। এরপর ১১ নভেম্বর কলকাতায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে পাকিস্তান। শেষ দুটি ম্যাচে জয়ের পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকতে হলে ১৯৯২ চ্যাম্পিয়নদের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করতে হবে।
ফখর সম্পর্কে বাবর বলেন, ‘আমরা জানি যখন ফখর নিজের স্বাভাবিক খেলা খেলে তখন ২০-৩০ ওভার একটি ভিন্ন মাত্রা তৈরি হয়। সে কারণেই আমরাও তাকে স্বাভাবিক খেলা খেলতে উদ্বুদ্ধ করি। তার খেলা দেখা সবসময়ই আনন্দের। আজ আমরা ইনিংসে শুরুটা ভাল করেছি। শাহিন দ্রুত উইকেট তুলে নিয়েছে। মূল কথা হচ্ছে মিডল ওভারে আমরা বাংলাদেশকে রান করতে দেইনি ও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছি।’
হাঁটুর ইনজুরির কারণে সাইডলাইনে থাকা ৩৩ বছর বয়সী ফখর জামান আসরে গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। তিনি বলেন ‘এই জয়টির জন্য আমরা মুখিয়ে ছিলাম। বিশ^কাপের প্রতিটি জয় আত্মবিশ^াস বাড়ায়। বাকি দুটি ম্যাচেও আমরা জয়ী হতে চাই, আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা।’