নিজস্ব বার্তা পরিবেশক

শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

ইনজুরিতে শেষ নিউজিল্যান্ড সিরিজ

দ্বি-পাক্ষিক সিরিজে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ওয়ার্নার!

image

ইনজুরিতে শেষ নিউজিল্যান্ড সিরিজ

দ্বি-পাক্ষিক সিরিজে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন ওয়ার্নার!

শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। আশা ছিল, অন্তত একটি ম্যাচ বিশ্রাম দেয়া হলে হয়তো তিনি শেষ ম্যাচটি খেলতে পারবেন; কিন্তু সেটা আর হলো না। উরুর মাসলে ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে অকল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টি-২০ ম্যাচেও খেলতে পারছেন না তিনি। তবে আশার করা হচ্ছে, আইপিএলের আগেই তিনি সুস্থ হয়ে যাবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজুরি থেকে সেরে ওঠার জন্য ওয়ার্নারের একটি ভালোমানের সময় প্রয়োজন। তবে, এই সময়টা খুব বেশি নয়। যে কারণে, তা আসন্ন আইপিএল পর্যন্ত টেনে নেবে না। অর্থ্যাৎ, আইপিএল এবং এরপর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন তিনি।’

ইনজুরি থেকে সেরে ওঠার জন্য ওয়ার্নারের সময় লাগবে অন্তত সাত থেকে ১০ দিন। যে কারণে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারবেন না তিনি। এর অর্থ, কোনো দ্বি-পাক্ষিক সিরিজে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।

যেহেতু ওয়ার্নার ঘোষণাই দিয়েছেন, আগামী টি-২০ বিশ্বকাপই তার শেষ। এরপরই এই ফরম্যাট থেকে তিনি অবসর নিয়ে নেবেন। সে হিসেবে জুনে বিশ্বকাপের আগে আর কোনো দ্বি-পাক্ষিক সিরিজ নেই। বিশ্বকাপ শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ২০ বলে ৩২ রান করেন এই অসি ওপেনার। ওই ম্যাচে মাঠ ছাড়ার সময় নিউজিল্যান্ড সমর্থকরা ওয়ার্নারের নামে ‘ভুয়া’ ধ্বনি দিয়েছিলো। ২০১৬ সালেই নিউজিল্যান্ডে সমর্থকদের বাজে ব্যবহার নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এবার আবারও সে আচরণের শিকার হলেন তিনি।

ওয়ার্নার না থাকায় আরও একটি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন স্টিভ স্মিথ। প্রথম ম্যাচ দলের বাইরে থাকার পর দ্বিতীয় ম্যাচে ফিরে ৭ বলে ১১ রান করেন তিনি। বিশ্বকাপের আগে দলে নিজে জায়গা ধরে রাখতে স্মিথের সামনে এটা ভালো সুযোগ।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সম্প্রতি