image

অবসরের পর ‘আড়ালে চলে যাবেন’ কোহলি

সংবাদ স্পোর্টস ডেস্ক

ভারতের তারকা ব্যাটার ভিরাট কোহলি বলেছেন, ক্রিকেটকে বিদায় বলার পর তাকে অনেক দিন খুঁজে পাওয়া যাবে না। বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে ভারতীয় কিংবদন্তি বলেন,‘আমার মতে, খেলোয়াড় হিসেবে আমাদের সবার ক্যারিয়ারেরই একটা শেষ সময় আছে। তাই এখন আমি কেবল আমার কাজ করে যাচ্ছি। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না যে, ‘ওহ, ওই দিনে যদি ওটা করতাম।’ কারণ আমি সারাজীবন খেলে যেতে পারব না। এটা আসলে কোনো কাজ ফেলে না রাখা এবং পরে সেটা নিয়ে অনুশোচনা না করার বিষয়। আর আমি নিশ্চিত, তেমন কিছু আমি করব না।’ বরেন,

‘যখন খেলা ছাড়ব, আমি চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)। তাই যতদিন খেলছি, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। আর এটাই আমাকে খেলা চালিয়ে যেতে তাড়না যোগায়।’

‘খেলা’ : আরও খবর

» ’৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে দৃঢ়প্রতিজ্ঞ মরক্কো

» উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

» বিপিএল নক আউট পর্ব মঙ্গলবার

» বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান

সম্প্রতি