সংবাদ স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ মে ২০২৪

‘বাবরের ওপর নির্ভরশীলতা কাম্য নয়’

image

‘বাবরের ওপর নির্ভরশীলতা কাম্য নয়’

শনিবার, ১৮ মে ২০২৪
সংবাদ স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট দলের নতুন কোচ হলেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন।

আগামী ১৯ মে পাকিস্তানের কোচ হিসেবে যোগ দিবেন তিনি। ২২ মে থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজটিই কারস্টেনের প্রথম অ্যাসাইনমেন্ট।

চুক্তিবদ্ধ হবার পর থেকেই পাকিস্তান দল নিয়ে নিজের পরিকল্পনা সাজানো শুরু করেন কারস্টেন। পরিকল্পনার বড় অংশ সাজিয়েছেন দলের অধিনায়ক বাবরকে ঘিরেই।

কার্স্টেনের মতে, বাবরের কাঁধে অনেক বেশি দায়িত্ব। এটা কমাতে হবে এবং সতীর্থদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে।

তাতে বাবরের আসল ব্যাটিং পারফরমেন্স ফুটে উঠবে বলে মনে করেন কারস্টেন। তখন শুধু একজনের ওপর নির্ভর করতে হবে না এবং দলীয় পারফরমেন্সেরও উন্নতি হবে।

এক সাক্ষাৎকারে কারস্টেন বলেন, “বাবরের ওপর এত নির্ভরশীলতা কাম্য নয়। সব দায়িত্ব এককভাবে নিতে হবে - তার এমন মনোভাব থাকা উচিত নয়।

“বাবরের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে। সে খুবই ভালো করেছে, দলের বেশিরভাগ দায়িত্ব নিজেই বহন করছে সে।

“কোচিং স্টাফ হিসেবে আমরা তার ওপর চাপ কমাবো। এবং তাকে বোঝাতে হবে সে দলের একজন খেলোয়াড় মাত্র। তাহলেই নিজের স্বাভাবিক খেলাটি সে খেলবে।”

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের হয়ে টি-২০’তে ১ হাজার রান করা দুই ব্যাটারের একজন বাবর।

ভবিষ্যতেও দলের সেরা ব্যাটার বাবরের কাছ থেকে আরও ভালো ইনিংসের প্রত্যাশা কার্স্টেনের, ‘আমরা আশা করি, তার কাছ থেকে (আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মত) এমন ইনিংস আরও অনেক দেখতে পাবো। তাকে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে পারলে এবং টি-২০’তে ম্যাচ জিততে অবদান রাখার মতো আরও খেলোয়াড় থাকলে তার ওপর থেকে অনেক চাপ কমে যাবে।’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের