সংবাদ স্পোর্টস ডেস্ক

সোমবার, ১০ জুন ২০২৪

উগান্ডা ৩৯ রানে অলআউট, টি-২০ ইতিহাসে সবচেয়ে বড় জয় ক্যারিবীয়ানদের

image

উগান্ডা ৩৯ রানে অলআউট, টি-২০ ইতিহাসে সবচেয়ে বড় জয় ক্যারিবীয়ানদের

সোমবার, ১০ জুন ২০২৪
সংবাদ স্পোর্টস ডেস্ক

বাঁ-হাতি স্পিনার আকিল হোসেনের ঘূর্ণিতে টি-২০ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে উগান্ডাকে ১৩৪ রানে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড জয়ের নজির গড়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রান বিবেচনায় নিজেদের টি-২০ ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় ক্যারিবীয়ানদের। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। আকিল ১১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

পাপুয়া নিউগিনির পর উগান্ডাকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ^কাপে প্রথম জয় পেয়েছিল উগান্ডা।

গায়ানায় নিজেদের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে । ওপেনার জনসন চালর্স ৪টি চার ও ২ ছক্কায় ৪২ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।

নিকোলাস পুরান ২২, অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৩, শেরফান রাদারফোর্ড ২২ রান এবং শেষ দিকে আন্দ্রে রাসেল ৬ চারে ১৭ বলে অপরাজিত ৩০ রান করেন।

১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে আকিলের ঘূর্ণি সামলাতে না পেরে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয় উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের এটি যৌথভাবে সর্বনি¤œ রান। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।

উগান্ডার পক্ষে মাত্র একজন ব্যাটার জুমা মিয়াজি অপরাজিত ১৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেন রবিনসন ওবুয়া।

আকিল ৪ ওভারে ১১ রানে ৫ উইকেট নেন। টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলিং ফিগারের নয়া রেকর্ড গড়েন আকিল।

সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/৫ (চার্লস ৪৪, রাসেল ৩০, মাসাবা ২/৩১)। উগান্ডা ১২ ওভারে ৩৯/১০ (মিয়াজি ১৩*, ওবুয়া ৬, আকিল ৫/১১)। ম্যাচ সেরা : আকিল হোসেন।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড