ক্রীড়া বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

পাঁচে নেমে গেলেন সাকিব

image

পাঁচে নেমে গেলেন সাকিব

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
ক্রীড়া বার্তা পরিবেশক

চলতি টি-২০ বিশ্বকাপে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই জ্বলে উঠতে পারছেন না তিনি। তার প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে এক ধাক্কায় পাঁচে নেমে গেছেন তিনি। প্রায় এক যুগ পর টি-২০’র অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাঁচে নেমে এলেন সাকিব

গতকাল পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে সাকিবকে হটিয়ে টি-২০’র অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। সাকিবের সামনে আরও রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাও।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ব্যাট হাতে কেবল ৮ রান করেন সাকিব। আর বোলিংয়ে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হেরে যাওয়া ম্যাচে মাত্র এক ওভার বল করে উইকেট পাননি সাকিব। ব্যাট হাতে করেন মাত্র ৩ রান। তাতেই ১৫ রেটিং পয়েন্ট হারিয়ে পাঁচে নেমে যান সাকিব। তার রেটিং পয়েন্ট এখন ২০৮।

প্রায় এক যুগ পর টি-২০’র অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাঁচে নেমে এলেন সাকিব। সবশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের পাঁচে নেমেছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপে না খেলা জিম্বাবুয়ের সিকান্দার রাজাও উঠে যান ওপরে।

সাকিবের বড় পতন হলেও ব্যাটিং ও বোলিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩৭ রানের ইনিংসে ব্যাটারদের তালিকায় ৩২ ধাপ এগিয়েছেন তাওহিদ। র‌্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ১৮ রানের খরচায় উইকেটশূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট নেয়ায় বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। টি-২০ বোলারদের মধ্যে ১৩ নম্বরে অবস্থান করছেন কাটার মাস্টার। ৮ ধাপ এগিয়ে ১৯ নম্বরে তাসকিন আহমেদ এবং ২৪ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন। ১০৮ ধাপ এগিয়ে সেরা একশ জনের (৯৮তম) মধ্যে ঢুকেছেন তানজিম হাসান সাকিব।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড