বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ১৩৪ রানেই গুটিয়েছে নিজের ইনিংস। ফলে ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।
১৬০ রান তাড়া করতে নেমে রান তুলতে শুরু করে নেদারল্যান্ডস। কিন্তু ২২ রান করতেই ডাচ শিবিরে আঘাত হানে তাসকিন। ১৬ বলে ১৮ করা মাইকেল লেভিটকে ফেরান এ গতিদানব।
দলীয় ২২ রানে প্রথম উইকেট হারানোর পর রানের খাতায় আর মাত্র ১০ রান যোগ হতেই ব্যক্তিগত ১২ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফেরায় সাকিব। এরপর বিক্রম সিং ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট ২৩ বলে ৩৭ রানের জুটি গড়ে। দলীয় ৬৯ রানে বিক্রমকে ফেরায় মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও লড়াই চালিয়ে যায় সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট। সায়ব্র্যান্ড ও দলীয় অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩১ বলে ৪২ রানের বড় জুটি গড়ে।
দলীয় রান যখন ১১১ তখন ব্যক্তিগত ২২ বলে ৩৩ রান করা সায়ব্র্যান্ডের উইকেট নিয়ে এ জুটিকে ভাঙে তরুণ রিশাদ হোসাইন। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি ডাচরা। একে একে ভেঙে পড়ে ডাচ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গল ৩-০-২৬-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও'ডাউড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ১৪ জুন ২০২৪
বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে নেদারল্যান্ডস ১৩৪ রানেই গুটিয়েছে নিজের ইনিংস। ফলে ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।
১৬০ রান তাড়া করতে নেমে রান তুলতে শুরু করে নেদারল্যান্ডস। কিন্তু ২২ রান করতেই ডাচ শিবিরে আঘাত হানে তাসকিন। ১৬ বলে ১৮ করা মাইকেল লেভিটকে ফেরান এ গতিদানব।
দলীয় ২২ রানে প্রথম উইকেট হারানোর পর রানের খাতায় আর মাত্র ১০ রান যোগ হতেই ব্যক্তিগত ১২ রান করা ম্যাক্স ও’ডাউডকে ফেরায় সাকিব। এরপর বিক্রম সিং ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট ২৩ বলে ৩৭ রানের জুটি গড়ে। দলীয় ৬৯ রানে বিক্রমকে ফেরায় মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও লড়াই চালিয়ে যায় সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট। সায়ব্র্যান্ড ও দলীয় অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩১ বলে ৪২ রানের বড় জুটি গড়ে।
দলীয় রান যখন ১১১ তখন ব্যক্তিগত ২২ বলে ৩৩ রান করা সায়ব্র্যান্ডের উইকেট নিয়ে এ জুটিকে ভাঙে তরুণ রিশাদ হোসাইন। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি ডাচরা। একে একে ভেঙে পড়ে ডাচ শিবির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৫ (তানজিদ ৩৫, শান্ত ১, লিটন ১, সাকিব ৬৪*, হৃদয় ৯, মাহমুদউল্লাহ ২৫, জাকের ১৪*; কিংমা ২-০-২০-০, আরিয়ান ৪-০-১৭-২, মেকেরেন ৪-০-১৫-২, ফন বিক ৪-০-৪৩-০, ডে লেডে ৩-০-৩১-০, প্রিঙ্গল ৩-০-২৬-১)
নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৪/৮ (লেভিট ১৮, ও'ডাউড ১২, ভিক্রাম ২৬, এঙ্গেলব্রেশট৩৩, এডওয়ার্ডস ২৫, ডে লেডে ০, ফন বিক ২, প্রিঙ্গল ১, আরিয়ান ১৫*; মুস্তাফিজ ৪-০-১২-১, তানজিম ৩-০-২৩-১, তাসকিন ৪-০-৩০-২, সাকিব ৪-০-২৯-০, রিশাদ ৪-০-৩৩-৩, মাহমুদউল্লাহ ১-০-৬-১)
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান