কোপায় নিজেদের আধিপত্য বজায় রাখলো আর্জেন্টিনা

সোমবার, ১৫ জুলাই ২০২৪
ক্রীড়া বার্তা পরিবেশক

https://sangbad.net.bd/images/2024/July/15Jul24/news/WhatsApp%20Image%202024-07-15%20at%2014.28.26.jpeg

রুদ্ধশ্বাস ফাইনালে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপার শিরোপা জিতলো মেসি বাহিনী।

ফাইনাল শুরুর আগেই টিকেট বিহীন দর্শকরা মাঠে ঢুকতে চাইলে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীদের সাথে দাঙ্গায় রুপ নেয়। খেলা ১ ঘন্টা ২০ মিনিট দেরিতে বাংলাদেশ সময় ভোর ৬ টার পরিবর্তে ৭ টা ২০ মিনিটে চরম নাটকীয়তার পর মাঠে গড়ায়।

https://sangbad.net.bd/images/2024/July/15Jul24/news/WhatsApp%20Image%202024-07-15%20at%2014.28.27.jpeg

আক্রমণ পাল্টা আক্রমণে বল দখল, পাসিংয়ে কলম্বিয়া এগিয়ে থাকলেও কোন দলই গোলের দেখা পায়নি।

মেসি ৬৬ মিনিটে আঘাত পেয়ে কান্না ভেজা চোখে মুখ ঢেকে মাঠ ছাড়লে হতাশায় ডুবে আর্জেন্টাইনরা।

ম্যাচের ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য অবস্থায়।

অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের বদলি মাঠে নামেন কোপা আমেরিকা আসরের সবোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ। সেই মার্তিনেজ ১১২ মিনিটে অসাধারণ এক গোল করলে উম্মাদনায় ভাসে দি মারিয়ারা।

ওই এক গোলের আধিপত্য ১২০ মিনিট পর্যন্ত তারে রাখায় আবারও শিরোপা পায় আর্জেন্টিনা।

এ ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দেন দি মারিয়া।

https://sangbad.net.bd/images/2024/July/15Jul24/news/WhatsApp%20Image%202024-07-15%20at%2014.29.17.jpeg

জীবনানন্দের ভাষায় বলতে হয়,

নক্ষত্রের ও একদিন মরে যেতে হয়!

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি