ক্রীড়া বার্তা পরিবেশক

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

মিলান ডার্বির রাতে বড় জয় বার্সার, হৃদয় পুড়েছে আর্সেনালের

image

মিলান ডার্বির রাতে বড় জয় বার্সার, হৃদয় পুড়েছে আর্সেনালের

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ক্রীড়া বার্তা পরিবেশক

মিলান ডার্বিতে ২-১ গোলে জিতেছে এসি মিলান। বার্সেলোনা ৫-১ গোলে জিতেছে ভিলারিয়ালের সাথে। শেষ মূহুর্তের গোলে আর্সেনালের সাথে ২-২ ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

একসময় পুরো ফুটবল বিশ্বের নজর থাকতো, এই ম্যাচের দিকে। কালের পরিক্রমায় এই ম্যাচের হৈচৈ কমতে শুরু করেছে, কিন্তু উত্তেজনা ঠিকই টের পায় বিশ্ব। গতকাল পুরো মিলান সিটি দুপুরের পর থেকে দুদলের প্ল্যাকার্ড, ফেস্টুন, আতশবাজিতে বর্নিল সাজতে শুরু করে। কারন সন্ধ্যার ঠিক পরেই মিলানের ইতিহাসের সবচেয়ে গৌরবের মিলান ডার্বিতে মুখোমুখি হবে ইন্টার মিলান আর এসি মিলান। দশর্ক সারিতে তিল ধারনের জায়গা ছিলোনা।

ম্যাচের শুরুতে ১০ মিনিটে পুলিসির গোলে এগিয়ে যায় এসি মিলান। তবে ২৭ মিনিটে আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজের অসাধারণ এসিস্ট থেকে ডিমারকো গোল করলে ১-১ সমতায় ফিরে ইন্টার মিলান। তুমুল উত্তেজনা বিরাজ করে দুদলের খেলোয়াড়দের মধ্যে। দশর্ক সারিতে আতশবাজি পোড়ানো নিয়ে বার কয়েক বিরক্ত হতে দেখা যায় খেলোয়াড়দের।

আক্রমণ পাল্টা আক্রমণে কেউই গোল করতে পারছিলোনা। ম্যাচের ৮৯ মিনিটে এসি মিলানের গার্বিয়া গোল করলে তাদের সমর্থকরা আনন্দে ভাসেন। শেষ অব্দি ২-১ গোলে ম্যাচ জিতে নেয় এসি মিলান।

সিরিআ পয়েন্ট টেবিলে ইন্টার মিলানের অবস্থান ৬ নম্বরে

আর এসি মিলান আছে সাতে

তুরিনো ৫ খেলায় ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

*বার্সেলোনার বড় জয়*

লা লিগায় বড় ব্যবধানে ভিলারিয়ালের মাঠ থেকে ৫-১ ব্যবধানে জিতে এসেছে বার্সেলোনা পক্ষে জোড়া গোল করেন লেভানডফস্কি রাফিনহা,আরেকটি গোল করেন তোরে।লেভানডফস্কি পেনাল্টি মিস করে হ্যাট্রিকের সুযোগ নষ্ট করেন।

ভিলারিয়ালের একমাত্র গোলটি করেন পেরেজ। তাদের আরো একটি গোল বাতিল হয় ভিআর ব্যবহারে।

ম্যাচ শেষে দুশ্চিন্তায় পরে বার্সা কোচ কারন তাদের গোল রক্ষক আন্দ্রে স্টেগান মারাত্মক হাটুর ইনজুরিতে পরে স্ট্রেচারে মাঠ ছাড়ে।

লা লিগায় ছয় ম্যাচের ছয়টিই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান পাকাপোক্ত করেছে বার্সেলোনা।

*অতিরিক্ত সময়ে আর্সেনালের স্বপ্নভঙ্গ*

ইপিএলে আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির বারুদে ম্যাচটি ভাগ্যের ছোঁয়ায় শেষ সেকেন্ডের গোলে ২-২ ড্র করেছে

ম্যানচেস্টার সিটি। বর্তমানে দুই দলের খেলা মানে উত্তেজনায় ঠাসা, ধাক্কাধাক্কি, লাল কার্ড, কোচদের ক্ষোভ, হতাশা, গতকাল ও তেমন ছিলো।

ইতিহাদ স্টেডিয়ামে হালান্ডের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সিটি। ২২ মিনিটে আর্সেনালের রিকার্দো কালাফিওরির গোলে সমতায় ফিরলেও গোলটি নিয়ে বিতর্ক ছিলো। সিটির খেলোয়াড়দের অভিযোগ, তাদের খেলোয়াড়রা জায়গামতো পজিশন না নিতেই শট নেয় আর্সেনাল।

রেফারি অবশ্য কোন অভিযোগ কানে না তুলে গোলের বাঁশি বাজান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেক ডিফেন্ডার গ্যাবিয়েল মাগালাইস গোল করলে ২-১ এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের লিওনার্দো ক্রোকারসে লাল কার্ড দেখলে বাকী সময়টা ১০ জনে পরিনত হয় আর্সেনাল।

ম্যাচের একদম অন্তিম সময়ে সিটির স্টোনসে গোল করলে হার এড়িয়ে কোন রকমে মাঠ ছাড়ে সিটি।

টানা চার বারের ইংলিশ প্রিমিয়ার জয়ীরা এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার