ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল লিগ কাপের তৃতীয় রাউন্ডে এমিরেটস স্টেডিয়ামে ৫-১ গোলে জিতেছে। তাদের প্রতিপক্ষ ছিলো বোল্টন ওয়ান্ডারার্স।
আর ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানের বড় জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলও।
এদিন আর্সেনালের একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ইয়ান নুয়ানেরি। একটি করে গোল করেন রাহিম স্টারলিং, কাই হাভার্টজ ও ডেকলান রাইস। চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ প্রেষ্ট নর্থ ইন্ড।
পিছিয়ে পড়ে লিভারপুলের জয়:
দিয়াগো জোতা ও কোডি গাকপোর জোড়া গোলে জিতেছে লিভারপুর। বাকী গোলটি করেন মুহাম্মদ সালাহ। অথচ ২১ মিনিটে সেন্টার ব্যাক কুয়ানসার আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পরেছিল লিভারপুল।
বিরতির আগে দুটি, পরে তিনটি গোল করে লিভারপুল। ৭৫ মিনিটে ওয়েস্ট হাম ইউনাইটেডের এডসন আলভারেজ সালাহ কে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় তারা।
বর্তমান লিগ কাপ জয়ী লিভারপুর এই জয়ে চতুর্থ রাউন্ডে ওঠলো সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাইটন।
লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতা এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘অসাধারণ জয়,
আমরা আবারো শিরোপা জিততে চাই। কারন আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।’
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল লিগ কাপের তৃতীয় রাউন্ডে এমিরেটস স্টেডিয়ামে ৫-১ গোলে জিতেছে। তাদের প্রতিপক্ষ ছিলো বোল্টন ওয়ান্ডারার্স।
আর ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানের বড় জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলও।
এদিন আর্সেনালের একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ইয়ান নুয়ানেরি। একটি করে গোল করেন রাহিম স্টারলিং, কাই হাভার্টজ ও ডেকলান রাইস। চতুর্থ রাউন্ডে আর্সেনালের প্রতিপক্ষ প্রেষ্ট নর্থ ইন্ড।
পিছিয়ে পড়ে লিভারপুলের জয়:
দিয়াগো জোতা ও কোডি গাকপোর জোড়া গোলে জিতেছে লিভারপুর। বাকী গোলটি করেন মুহাম্মদ সালাহ। অথচ ২১ মিনিটে সেন্টার ব্যাক কুয়ানসার আত্মঘাতী গোলে প্রথমে পিছিয়ে পরেছিল লিভারপুল।
বিরতির আগে দুটি, পরে তিনটি গোল করে লিভারপুল। ৭৫ মিনিটে ওয়েস্ট হাম ইউনাইটেডের এডসন আলভারেজ সালাহ কে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় তারা।
বর্তমান লিগ কাপ জয়ী লিভারপুর এই জয়ে চতুর্থ রাউন্ডে ওঠলো সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাইটন।
লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতা এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘অসাধারণ জয়,
আমরা আবারো শিরোপা জিততে চাই। কারন আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।’