নারী সাফ ফুটবলে আবারো চ্যাম্পিয়ন বাংলাদেশের সোনালী মেয়েরা

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
ক্রীড়া বার্কা পরিবেশক

https://sangbad.net.bd/images/2024/October/30Oct24/news/WhatsApp%20Image%202024-10-30%20at%2021.18.19.jpeg

শিরোপা আবারো এলো বাংলাদেশে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব বাংলাদেশের।গতবারের মতো এবারো সরাসরি ২-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের বাঘিনীরা।

মনিকা চাকমার গোলে ৫২ মিনিটে এগিয়ে গেলেও ৩ মিনিট পর প্রীতি রাইয়ের কৌশলী থ্রু থেকে, নেপালের ফরোয়ার্ড আমিশা গোল করলে সমতায় ফিরে হিমালয় কন্যারা।

ম্যাচের শেষের দিকে দুইদল সর্তক থেকে ঘর সামলিয়ে খেলছিলো। ঠিক তখনই ৮১ মিনিটে বাংলাদেশ প্রতি আক্রমণে যায়। বাম প্রান্ত থেকে দুর্দান্ত শটে নেপালি গোলরক্ষককে পরাজিত করে ঋতুপর্ণা। আর তাতেই ফলাফল ২-১। শেষ পর্যন্ত তার গোলেই শিরোপা ধরে রাখে বাংলাদেশের মেয়েরা।

https://sangbad.net.bd/images/2024/October/30Oct24/news/image_134513_1730299614%20copy.jpg

স্বাগতিক নেপাল এবারসহ মোট ৬ বার সাফের ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি।

দশরথ স্টেডিয়ামে আজ শুরু থেকেই বাদ্যযন্ত্র, রংবেরঙের ফেস্টুন, নেপালি পতাকায় সেজেছিলো। স্থানীয় সমর্থকরা ভীড় জমায় গ্যালারিতে। ১৫ হাজার ধারন ক্ষমতার দশরথ স্টেডিয়াম কানায় কানায় পূর্ন হয়ে যায় স্বাগতিকদের উন্মাদনায়।

২০২২ সালেও ঠিক বাংলাদেশের মেয়েদের কাছেই ৩-১ গোলে পরাজিত হয়ে শিরোপা স্বপ্ন হিমালয়ের তুষারে চাপা পরেছিলো নেপালিদের। আজ বড় আশা নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করেও হারাতে পারেনি বাংলাদেশকে।

https://sangbad.net.bd/images/2024/October/30Oct24/news/WhatsApp%20Image%202024-10-30%20at%2021.18.17.jpeg

শেষ বাজি বাজার সাথে সাথে বাংলাদেশের মেয়েরা জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। গুটিকয়েক বাংলাদেশি সর্মথক, যারা নেপালে ঘুরতে গিয়েছিলেন, তারাও বাংলাদেশি সাফ জয়ী মেয়েদের আনন্দের সঙ্গী হয়। বাংলাদেশের জাতীয় সংগীত আর পতাকায় মুড়িয়ে নিজেদেরকে উজার করে দেন আনন্দে।

তবে ফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিলোনা বাংলাদেশের মেয়েদের জন্য। নেপালের মেয়েরা ও অসাধারণ লড়াই উপহার দিয়েছে।তবে শেষ পর্যন্ত হাসি ধরা দিলো বাংলাদেশর মেয়েদের মুখেই। আবারও জয়ী বাংলাদেশের সোনালী মেয়েরা।

সম্প্রতি