সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফেরা সাফজয়ী দলটির অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই পুরস্কারের প্রতীকী চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আসন্ন শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় দলটিকে সংবর্ধনা প্রদান করবেন।
বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। দেশে ফিরে সাফজয়ী খেলোয়াড়দের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেওয়া হয়, যেখানে তাদের সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ফুটবল দলের সাফল্যকে স্বীকৃতি দিয়ে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা