উয়েফা নেশনস লিগের শনিবার রাতের ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড জয় পেয়েছে জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
নেশনস লিগের কোয়াটার ফাইনাল সবার আগেই নিশ্চিত করে রেখেছিল জার্মানি। শনিবার গ্রুপসেরা হবার জন্য মাঠে নেমেছিল তারা। নেমেই ৭ গোলের মহড়া চালালো প্রতি পক্ষের জালে। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউলিয়ান নাগেলসমানের দল।
জার্মানির গোল উৎসবে জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনষ্ট এবং ফ্লোরিয়ান ভিরৎজ। একটি করে গোল করেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ২৩ মিনিটে গোল ২-০ করেন টিম ক্লেইনডিয়েনষ্ট। এই ফরোয়ার্ডের অভিষেক হয়েছিল বসনিয়ার বিপক্ষে গতমাসে। এ ম্যাচে এসে পেয়ে গেলেন প্রথম গোল।
কাই হার্ভাটজ ৩৭ মিনিটে করেন আরেক গোল, যাতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মান সেনানিরা।
বিরতি থেকে ফিরে আবারো গোল উৎসবে মাতে জার্মানরা। ৫০ এবং ৫৭ মিনিটে জোড়া গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস। তাতে ৫-০ গোলের লিড পায় জার্মানরা।
৬৬ মিনিটে একক প্রচেষ্টায় লেরয় সানে গোল করেন।৭৯ মিনিটে টিম ক্লেইনডিয়েনষ্ট গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৭-০। তারপর আর আগ্রসী হয়ে ওঠেনি জার্মানি।
এই জয়ের ফলে গ্রুপপর্বে জার্মানি তাদের গ্রুপে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির।
দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস, তাদের পয়েন্ট ৮।
৫ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বসনিয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে।
জার্মানির পরের ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির সাথে।
খেলা শেষে জার্মান কোচ জুলিয়ান নার্গেলসম্যান খেলোয়াড়দের প্রশংসা করেছেন।পরিকল্পনা মাফিক সবকিছু হয়েছে বলে জানান। কোয়ার্টার ফাইনালে এই জয় মনোবল বাড়াবে বলেই তার বিশ্বাস। রক্ষনে জমাট বেঁধে থাকে এমন দলের বিপক্ষে রক্ষন ভেদ করে ৭ গোল দেয়া বড় অর্জন বলেই মনে করেন তিনি।
২০১৪ বিশ্বকাপের কোয়াটার ফাইনালে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে শক্তিশালী স্বাগতিক ব্রাজিল দলকে ৭-১ গোলের লজ্জায় ডুবিয়েছিলো জার্মানি।
রোববার, ১৭ নভেম্বর ২০২৪
উয়েফা নেশনস লিগের শনিবার রাতের ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ৭-০ গোলের রেকর্ড জয় পেয়েছে জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
নেশনস লিগের কোয়াটার ফাইনাল সবার আগেই নিশ্চিত করে রেখেছিল জার্মানি। শনিবার গ্রুপসেরা হবার জন্য মাঠে নেমেছিল তারা। নেমেই ৭ গোলের মহড়া চালালো প্রতি পক্ষের জালে। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউলিয়ান নাগেলসমানের দল।
জার্মানির গোল উৎসবে জোড়া গোল করেন টিম ক্লেইনডিয়েনষ্ট এবং ফ্লোরিয়ান ভিরৎজ। একটি করে গোল করেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।
ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ২৩ মিনিটে গোল ২-০ করেন টিম ক্লেইনডিয়েনষ্ট। এই ফরোয়ার্ডের অভিষেক হয়েছিল বসনিয়ার বিপক্ষে গতমাসে। এ ম্যাচে এসে পেয়ে গেলেন প্রথম গোল।
কাই হার্ভাটজ ৩৭ মিনিটে করেন আরেক গোল, যাতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মান সেনানিরা।
বিরতি থেকে ফিরে আবারো গোল উৎসবে মাতে জার্মানরা। ৫০ এবং ৫৭ মিনিটে জোড়া গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস। তাতে ৫-০ গোলের লিড পায় জার্মানরা।
৬৬ মিনিটে একক প্রচেষ্টায় লেরয় সানে গোল করেন।৭৯ মিনিটে টিম ক্লেইনডিয়েনষ্ট গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৭-০। তারপর আর আগ্রসী হয়ে ওঠেনি জার্মানি।
এই জয়ের ফলে গ্রুপপর্বে জার্মানি তাদের গ্রুপে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির।
দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস, তাদের পয়েন্ট ৮।
৫ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বসনিয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে।
জার্মানির পরের ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির সাথে।
খেলা শেষে জার্মান কোচ জুলিয়ান নার্গেলসম্যান খেলোয়াড়দের প্রশংসা করেছেন।পরিকল্পনা মাফিক সবকিছু হয়েছে বলে জানান। কোয়ার্টার ফাইনালে এই জয় মনোবল বাড়াবে বলেই তার বিশ্বাস। রক্ষনে জমাট বেঁধে থাকে এমন দলের বিপক্ষে রক্ষন ভেদ করে ৭ গোল দেয়া বড় অর্জন বলেই মনে করেন তিনি।
২০১৪ বিশ্বকাপের কোয়াটার ফাইনালে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে শক্তিশালী স্বাগতিক ব্রাজিল দলকে ৭-১ গোলের লজ্জায় ডুবিয়েছিলো জার্মানি।