image

৪৫০ রানে ইনিংস ঘোষনা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট ৪০

রোববার, ২৪ নভেম্বর ২০২৪
ক্রীড়া বার্তা পরিবেশক

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২৬১ রানে ৭ উইকেট হারানো সেই ওয়েস্ট ইন্ডিজই শেষ পর্যন্ত ইনিংস ঘোষনা করেছে ৯ উইকেটে ৪৫০ রান করে।

বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ৩০০ বা আশেপাশেই অলআউট করবে ওয়েস্ট ইন্ডিজকে। তা হয়নি। সব কৃতিত্ব ব্যাটার জাস্টিন গ্রিভস ও কেমার রোচের।

জাস্টিন গ্রিভস করেন টেস্টে তার প্রথম সেঞ্চুরি। অপরাজিত ছিলেন, করেছেন ২০৬ বলে ১১৫ রান। আর বোলার কেমার রোচ ব্যাট হাতে তাকে যোগ্য সমর্থন দিয়েছেন, করেছেন ১৪৪ বলে মূল্যবান ৪৭ রান। হাসান মাহমুদের বলে বোল্ড হোন রোচ।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪০ রান।

অতি সাবধানে ব্যাটিং শুরু করার পরও ২০ রানে প্রথম উইকেটের পতন ঠেকাতে পারেনি বাংলাদেশ। জাকির হাসান ৩৪ বলে ১৫ রান করে আউট হন। কিছু সময় পর ৩৩ বলে ৫ রান করে মাহমুদুল হাসান জয় ফিরেন আলজারি যোসেফের বলে ক্যাচ আউট হয়ে।

২১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পরে ১৯ রান যোগ করে ৪০ রানে ২ উইকেটে শেষ করে দ্বিতীয় দিনের খেলা। মমিনুল হক ২৩ বলে ৭ এবং শাহাদাত হোসেন দিপু ৩১ বলে ১০ রান করে উইকেটে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও কেমার রোচের অসাধারণ জুটির পর বাংলাদেশ মূলত চাপেই আছে দ্বিতীয় দিনশেষে।

ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটের ৩টি নেন হাসান মাহমুদ, ২টি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। আর ১টি উইকেট নেন তাইজুল ইসলাম।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি