লা লিগায় টানা দুইম্যাচে জয় শূন্য বার্সেলোনা। সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করতে পারলেও ১-০ গোলে হেরেছিল রিয়াল সেসিয়েদাদের সাথে। তবে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে জয়ের ধারায় ফিরেছে স্পেনের ক্লাবটি।
গতকাল রাতে ফান্সের ক্লাব বাহেস্ত বা ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে।
বার্সার ঘরের মাঠে জয়ের রাতে জোড়া গোল করেন স্ট্রাইকার লেভানদভস্কি। আরেকটি গোল করেন দানি অলমোর।
শুরু থেকেই ব্রেস্তের ওপর চড়াও হয়ে খেলতে থাকা বার্সা এগিয়ে যায় ম্যাচের দশ মিনিটে। ডি বক্সের ভিতর ব্রেস্তের গোল রক্ষক মার্কো বির্জোট রর্বাট লেভানদভস্কিকে মারাত্মক ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। লেভার কৌশলী শটে পরাস্ত হয় ব্রেস্তের গোল কিপার, ১-০গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
১৪ মিনিটের সময় আবারো গোল পেতে পারতো বার্সেলোনা। কিন্তু ফের্মিন লোপেজ এবার হাস্যকর ভুল করে বল গোল পোস্টের বাইরে পাঠিয়ে দেন। ১৯ এবং ৪০ মিনিটের সময় তিনি আবারো গোল করতে ব্যর্থ হলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের সেনানিরা।
বিরতির পর নেমে দানি ওলমোর নিশ্চিত গোলের বল গোল লাইন থেকে ফিরিয়ে দেন ব্রেস্তের গোল কিপার শাইদুনে। নিশ্চিত গোল বঞ্চিত হোন ওলমো।
তবে ৬৬ মিনিটে আর ভুল করেননি ওলমো, জেরার্ড মার্টিনের পাস থেকে কয়েকজন ব্রেস্তের ডিফেন্ডারকে কাটিয়ে একাই গোল করেন তিনি। বার্সেলোনা এগিয়ে যায় ২-০ গোলে।
ম্যাচে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আলেহান্দো বার্লের পাস থেকে সহজ গোল করেন লেভানদফস্কি। বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ গোলে।
এই জয়ে ৫ ম্যাচে টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল বার্সেলোনা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আজ রাতে তারা।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
লা লিগায় টানা দুইম্যাচে জয় শূন্য বার্সেলোনা। সেল্টা ভিগোর সাথে ২-২ গোলে ড্র করতে পারলেও ১-০ গোলে হেরেছিল রিয়াল সেসিয়েদাদের সাথে। তবে চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে জয়ের ধারায় ফিরেছে স্পেনের ক্লাবটি।
গতকাল রাতে ফান্সের ক্লাব বাহেস্ত বা ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে উঠে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে।
বার্সার ঘরের মাঠে জয়ের রাতে জোড়া গোল করেন স্ট্রাইকার লেভানদভস্কি। আরেকটি গোল করেন দানি অলমোর।
শুরু থেকেই ব্রেস্তের ওপর চড়াও হয়ে খেলতে থাকা বার্সা এগিয়ে যায় ম্যাচের দশ মিনিটে। ডি বক্সের ভিতর ব্রেস্তের গোল রক্ষক মার্কো বির্জোট রর্বাট লেভানদভস্কিকে মারাত্মক ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। লেভার কৌশলী শটে পরাস্ত হয় ব্রেস্তের গোল কিপার, ১-০গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
১৪ মিনিটের সময় আবারো গোল পেতে পারতো বার্সেলোনা। কিন্তু ফের্মিন লোপেজ এবার হাস্যকর ভুল করে বল গোল পোস্টের বাইরে পাঠিয়ে দেন। ১৯ এবং ৪০ মিনিটের সময় তিনি আবারো গোল করতে ব্যর্থ হলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের সেনানিরা।
বিরতির পর নেমে দানি ওলমোর নিশ্চিত গোলের বল গোল লাইন থেকে ফিরিয়ে দেন ব্রেস্তের গোল কিপার শাইদুনে। নিশ্চিত গোল বঞ্চিত হোন ওলমো।
তবে ৬৬ মিনিটে আর ভুল করেননি ওলমো, জেরার্ড মার্টিনের পাস থেকে কয়েকজন ব্রেস্তের ডিফেন্ডারকে কাটিয়ে একাই গোল করেন তিনি। বার্সেলোনা এগিয়ে যায় ২-০ গোলে।
ম্যাচে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আলেহান্দো বার্লের পাস থেকে সহজ গোল করেন লেভানদফস্কি। বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ গোলে।
এই জয়ে ৫ ম্যাচে টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল বার্সেলোনা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আজ রাতে তারা।