প্রায় দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কম বিতর্ক হয়নি। তবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হলেও তার বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে।
তবে ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে তাকে পড়তে হলো এমন অভিযোগের মুখে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে অনফিল্ড আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অনুমোদিত ল্যাবে সম্পন্ন হবে। তবে এটি শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রযোজ্য এবং আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে তার খেলায় কোনও প্রভাব ফেলবে না। ফলে আফগানিস্তান সিরিজে সাকিবের অংশগ্রহণের ক্ষেত্রেও এই অভিযোগের কোনো প্রভাব নেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের সময় ঘনিয়ে আসছে। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারও হয়তো গুটিয়ে যাবে।
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
প্রায় দুই দশকের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কম বিতর্ক হয়নি। তবে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হলেও তার বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে।
তবে ক্যারিয়ারের প্রায় শেষপ্রান্তে এসে তাকে পড়তে হলো এমন অভিযোগের মুখে। সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলতে গিয়ে অনফিল্ড আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ঘটনায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষা আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অনুমোদিত ল্যাবে সম্পন্ন হবে। তবে এটি শুধুমাত্র কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য প্রযোজ্য এবং আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে তার খেলায় কোনও প্রভাব ফেলবে না। ফলে আফগানিস্তান সিরিজে সাকিবের অংশগ্রহণের ক্ষেত্রেও এই অভিযোগের কোনো প্রভাব নেই।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের অবসরের সময় ঘনিয়ে আসছে। তিনি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারও হয়তো গুটিয়ে যাবে।