image

চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারাতেই লিভারপুল, অন্যদের কী ফল

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
ক্রীড়া বার্তা পরিবেশক

জিরোনার সাথে মোহাম্মদ সালাহর একমাত্র পেনাল্টি গোলে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে লিভারপুল। তবে স্পেনের ক্লাব জিরোনার সাথে সহজ ছিলোনা গতকাল রাতের খেলাটি।

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের ৬ ম্যাচের ৬টি জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে সবার আগে লিভারপুল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্নে সল্টের শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগেও শীর্ষ স্থান মজবুত করে রেখেছে অলরেডরা।

গতকালকের ম্যাচে নিজেদের অর্ধে ডিফেন্স লাইন অক্ষুন্ন রেখে খেলতে থাকে দুই দল। কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধে ফিরেই চাঙা হয়ে ওঠে লিভারপুল। কিন্তু গোল পাচ্ছিলেন না তারা। ম্যাচের ৫৬ মিনিটে মোহাম্মদ সালাহর একক প্রচেষ্টা জিরোনার গোলকিপার গাজ্জানিগা রুখে দেন।

খেলার ৬৩ মিনিটে গোল পায় লিভারপুল। মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করলে ১-০ তে এগিয়ে যায় অলরেডরা।

পরের সময় টুকু জিরোনা নিজেদের ডিফেন্স লাইন আঁটোসাঁটো করে বেঁধে রাখে। খেলায় ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও আর গোল করতে পারেনি লিভারপুল।

*রাতের অন্যান্য ম্যাচের ফলাফল*

শাখতার দোনেৎস্ক ১-৫ বায়ার্ন মিউনিখ

সালজবুর্গ ০-৩ পিএসজি

লেভারকুজেন ১-০ ইন্টারমিলান

ক্লাব ব্রুর্গা ২-১ স্পোর্তিং লিসবন

লাইপজিগ ২-৩ অ্যাস্টন ভিলা

ব্রেস্ত ১-০ পিএসভি আইন্দহফেন

দিনামো জাগরেব ০-০ সেল্টিক

আতালান্তা ২-৩ রেয়াল মাদ্রিদ

জিরোনা ০-১ লিভারপুল

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি