ক্রীড়া ডেস্ক

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি : মিরাজ

image

কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি : মিরাজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে কেবল দুই মাস বাকি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ধবলধোলাই হওয়াটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।

দলের মধ্যে যে উন্নতির ঘাটতি রয়েছে, তা স্পষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়। তবে কীভাবে উন্নতি করতে হবে সেটা ভালোভাবেই জানেন মিরাজ।

সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে ৩২১ রান তুলেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই ছিল টাইগারদের শেষ ম্যাচ।

মিরাজও তেমন একটা চিন্তিত নন তা নিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। আশার কথা হলো, কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি। ’

ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। ৩১ রানেই তুলে নেয় ৩ উইকেট। কিন্তু এরপর কেসি কার্টির ৯৫ ও অভিষিক্ত আমির জাঙ্গোর ১০৪ রানের হার না মানা ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।

মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি—এটাই ছিল আমাদের জন্য সমস্যা। ’

‘নাসুম, তাসকিন, তানজিমে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু তারপর আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি। ’

সিরিজের ৩ ম্যাচের প্রতিটিতেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ৬৩ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেন তিনি।

তার প্রশংসায় মিরাজ বলেন, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি। কোনো জুটি হয়নি। তিনি (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। ’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের