আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে (ভারতের ম্যাচ) শুরু হবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রতিযোগী ৮টি দল শক্তিশালী স্কোয়াড গঠনের কাজে নেমেছে। ১২ জানুয়ারির মধ্যে টুর্নামেন্টটির স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। তার আগে ঝামেলায় পড়েছে বিশ্বক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে তারা শঙ্কায় পড়েছে।
সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজে তার নেতৃত্বে ১০ বছর পর ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ চলাকালেই গোড়ালির অস্বস্তিতে পড়েন কামিন্স। আজ (বৃহস্পতিবার) তার চোটের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে স্ক্যান করার পরই চোট কতটা গুরুতর নিশ্চিত হওয়া যাবে। একই সময়ে পিতৃত্বাকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না কামিন্স।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফিট হওয়া নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, দেখা যাক তার স্ক্যান রিপোর্টে কি আসে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এখানে (চোট নিয়ে) কিছু কাজ করতে হবে। সেটিকে কেন্দ্র করে আমাদের আরও কিছু তথ্য পাওয়া দরকার।’ জাতীয় দল থেকে ছুটিতে থাকাকালেই তার স্ক্যান করানোর কথা রয়েছে।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের জয়ের পথে দারুণ বোলিং করেছেন কামিন্স। ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্যের কারণে চতুর্থ টেস্টে তিনি ম্যাচসেরা পুরস্কারও জিতেছেন। সবমিলিয়ে পাঁচ টেস্টে করেছেন ১৬৭ ওভার। যেখানে ডানহাতি এই পেসার ২১.৩৬ গড়ে রান খরচ করে ২৫ উইকেট শিকার করেছেন। তবে সিরিজের শেষদিকে অ্যাঙ্কলের সমস্যায় পড়েছেন কামিন্স। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও, অধিনায়কের চোট এখন তাদের দুশ্চিন্তায় ফেলেছে!
কামিন্সের নেতৃত্বগুণ মুগ্ধ করেছে পুরো ক্রিকেটবিশ্বকে। অধিনায়কত্ব পাওয়ার পর তার অধীনে অস্ট্রেলিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই সময়ে অপূর্ণ ছিল কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া ঐতিহ্যবাহী অ্যাশেজের সর্বশেষ সিরিজ এবং দীর্ঘদিন পর বোর্ডার-গাভাস্কার সিরিজেও জয় এসেছে কামিন্সের হাত ধরে।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার পর চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের এই মেগা আসরের ম্যাচ হবে পাকিস্তানের তিন ভেন্য– লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে; ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এ ছাড়া ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ রয়েছে– ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে (ভারতের ম্যাচ) শুরু হবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রতিযোগী ৮টি দল শক্তিশালী স্কোয়াড গঠনের কাজে নেমেছে। ১২ জানুয়ারির মধ্যে টুর্নামেন্টটির স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। তার আগে ঝামেলায় পড়েছে বিশ্বক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে পাওয়া নিয়ে তারা শঙ্কায় পড়েছে।
সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজে তার নেতৃত্বে ১০ বছর পর ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ চলাকালেই গোড়ালির অস্বস্তিতে পড়েন কামিন্স। আজ (বৃহস্পতিবার) তার চোটের কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে স্ক্যান করার পরই চোট কতটা গুরুতর নিশ্চিত হওয়া যাবে। একই সময়ে পিতৃত্বাকালীন ছুটির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না কামিন্স।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফিট হওয়া নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, দেখা যাক তার স্ক্যান রিপোর্টে কি আসে এবং আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। এখানে (চোট নিয়ে) কিছু কাজ করতে হবে। সেটিকে কেন্দ্র করে আমাদের আরও কিছু তথ্য পাওয়া দরকার।’ জাতীয় দল থেকে ছুটিতে থাকাকালেই তার স্ক্যান করানোর কথা রয়েছে।
ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অজিদের জয়ের পথে দারুণ বোলিং করেছেন কামিন্স। ব্যাট-বলে অলরাউন্ড নৈপুণ্যের কারণে চতুর্থ টেস্টে তিনি ম্যাচসেরা পুরস্কারও জিতেছেন। সবমিলিয়ে পাঁচ টেস্টে করেছেন ১৬৭ ওভার। যেখানে ডানহাতি এই পেসার ২১.৩৬ গড়ে রান খরচ করে ২৫ উইকেট শিকার করেছেন। তবে সিরিজের শেষদিকে অ্যাঙ্কলের সমস্যায় পড়েছেন কামিন্স। অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও, অধিনায়কের চোট এখন তাদের দুশ্চিন্তায় ফেলেছে!
কামিন্সের নেতৃত্বগুণ মুগ্ধ করেছে পুরো ক্রিকেটবিশ্বকে। অধিনায়কত্ব পাওয়ার পর তার অধীনে অস্ট্রেলিয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। এই সময়ে অপূর্ণ ছিল কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ ছাড়া ঐতিহ্যবাহী অ্যাশেজের সর্বশেষ সিরিজ এবং দীর্ঘদিন পর বোর্ডার-গাভাস্কার সিরিজেও জয় এসেছে কামিন্সের হাত ধরে।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার পর চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের এই মেগা আসরের ম্যাচ হবে পাকিস্তানের তিন ভেন্য– লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে; ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ২২ ফেব্রুয়ারি লড়বে ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এ ছাড়া ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ রয়েছে– ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।