রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হারের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার ম্যাচ শেষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল শুক্রবার সকালে এক ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন। আম্পায়ারের রিপোর্ট এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তামিমের আক্রমণাত্মক আচরণের প্রমাণ পাওয়ার পর এ শাস্তি দেওয়া হয়। লেভেল ওয়ানের ২.৬ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়। তামিম শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তামিম। হেলসের একটি মন্তব্য বা মুখভঙ্গি দেখে তামিমের মেজাজ হারায় বলে জানা গেছে। এরপর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
ম্যাচ রেফারি নিয়ামুর বলেন, “আমরা হেলস সম্পর্কেও শুনেছি, কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। ভিডিও ফুটেজে দেখা গেছে, তামিম বেশি আক্রমণাত্মক ছিলেন। সে কারণে তাকে সতর্ক করা হয়েছে এবং ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”
ম্যাচ শেষে হেলস জানান, তামিম অতীতের একটি তিক্ত ঘটনা নিয়ে তাকে খোঁচা দেন। হেলস বলেন, “তামিম আমাকে জিজ্ঞেস করেছিল, ইংল্যান্ডে মাদককাণ্ডে নিষিদ্ধ হয়ে আমি বিব্রত হয়েছিলাম কি না। এমন ব্যক্তিগত বিষয় নিয়ে মাঠের বাইরে এমন আচরণ খুবই বাজে।”
তবে তামিমের এই আচরণ নিয়ে তার দল কিংবা তিনি কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
গতকাল নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বরিশাল রংপুরের কাছে এক রোমাঞ্চকর ম্যাচে হেরে যায়। এ হারের পর তামিমের মেজাজ হারানো নিয়ে আলোচনা শুরু হয়।
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হারের পর মেজাজ হারিয়ে শাস্তি পেলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার ম্যাচ শেষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে সতর্ক করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল শুক্রবার সকালে এক ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেন। আম্পায়ারের রিপোর্ট এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তামিমের আক্রমণাত্মক আচরণের প্রমাণ পাওয়ার পর এ শাস্তি দেওয়া হয়। লেভেল ওয়ানের ২.৬ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়। তামিম শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তামিম। হেলসের একটি মন্তব্য বা মুখভঙ্গি দেখে তামিমের মেজাজ হারায় বলে জানা গেছে। এরপর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
ম্যাচ রেফারি নিয়ামুর বলেন, “আমরা হেলস সম্পর্কেও শুনেছি, কিন্তু তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। ভিডিও ফুটেজে দেখা গেছে, তামিম বেশি আক্রমণাত্মক ছিলেন। সে কারণে তাকে সতর্ক করা হয়েছে এবং ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”
ম্যাচ শেষে হেলস জানান, তামিম অতীতের একটি তিক্ত ঘটনা নিয়ে তাকে খোঁচা দেন। হেলস বলেন, “তামিম আমাকে জিজ্ঞেস করেছিল, ইংল্যান্ডে মাদককাণ্ডে নিষিদ্ধ হয়ে আমি বিব্রত হয়েছিলাম কি না। এমন ব্যক্তিগত বিষয় নিয়ে মাঠের বাইরে এমন আচরণ খুবই বাজে।”
তবে তামিমের এই আচরণ নিয়ে তার দল কিংবা তিনি কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
গতকাল নুরুল হাসান সোহানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বরিশাল রংপুরের কাছে এক রোমাঞ্চকর ম্যাচে হেরে যায়। এ হারের পর তামিমের মেজাজ হারানো নিয়ে আলোচনা শুরু হয়।