টসে হেরে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে যায় দুর্বার রাজশাহী। শুরুর ১০ ওভার ৩ বলে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিলো তারা।
তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। রায়ান বার্ল এবং ইয়াসির আলী ৮৮ রানের মজবুত জুটি গড়েন।তারা ৫১ বলে ৮৮ রান করলে শক্ত অবস্থানে যায় দুর্বার রাজশাহী। ইয়াসির আলী ২৫ বলে ৪১ রান করেন ২টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে।
বিপিএলে ব্যাটে, বলে ধারাবাহিক রায়ান বার্ল করেন ২৯ বলে ৪৮ রান।বোলিংয়ে আরো চমক দেখান ২ ওভারে ১৩ রান দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট দখল করে।
ইনিংসের শেষের দিকে আকবর আলী ৯ বলে ২১ রান করলে ১৭৮ রানের মজবুত স্কোর পায় দুর্বার রাজশাহী।
১৭৯ রানে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইলিয়ামের উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। দলীয় ২৬ রানে দলের সবচেয়ে বড় তারকা মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে আরো চাপে পড়ে যায় খুলনা।মেহেদী মিরাজ ৭ বলে মাত্র ১ রান করে আউট হন। আফিফ হোসেন ৩০ বলে ৩৩ রান ও ওপেনার নাঈম শেখ ২৮ বলে ২৪ রান করলেও জয়ের জন্য বড় স্কোর কেউ করতে পারেনি।
শেষ চেষ্টা শুরু করেছিল ইমরুল কায়েস। তবে তার ৬ বলে ১৭ রান জয়ের জন্য যথেষ্ট ছিলোনা। খুলনা থামে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রানে।
এটি টুনার্মেন্টে খুলনার প্রথম হার। রংপুর রাইডার্স ৬ ম্যাচের ৬টিই জিতে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বরিশাল ৫ ম্যাচের ৩টি জিতে দ্বিতীয়। খুলনা টাইগার্স ৩ ম্যাচের ২টি জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দুর্বার রাজশাহী : ২০ ওভারে ১৭৮/৫
(রায়ান বার্ল ৪৯, ইয়াসির আলী ৪১, মোহাম্মদ হারিস ২৭ ; নাসুম আহাম্মেদ ২০/২ মেহেদী হাসান মিরাজ ২৬/১)
খুলনা টাইগার্স : ১৯.৩ ওভারে ১৫০ (আফিফ হোসেন ৩৩, মোহাম্মদ নাঈম ২৪, নাসুম আহাম্মেদ ১৮: তাসকিন আহমেদ ৩০/২,
রায়ান বার্ল ১৩/২, সোহাগ গাজী ২৭/২)
দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: রায়ান বার্ল
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
টসে হেরে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে বিপদেই পড়ে যায় দুর্বার রাজশাহী। শুরুর ১০ ওভার ৩ বলে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই ছিলো তারা।
তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু। রায়ান বার্ল এবং ইয়াসির আলী ৮৮ রানের মজবুত জুটি গড়েন।তারা ৫১ বলে ৮৮ রান করলে শক্ত অবস্থানে যায় দুর্বার রাজশাহী। ইয়াসির আলী ২৫ বলে ৪১ রান করেন ২টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে।
বিপিএলে ব্যাটে, বলে ধারাবাহিক রায়ান বার্ল করেন ২৯ বলে ৪৮ রান।বোলিংয়ে আরো চমক দেখান ২ ওভারে ১৩ রান দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট দখল করে।
ইনিংসের শেষের দিকে আকবর আলী ৯ বলে ২১ রান করলে ১৭৮ রানের মজবুত স্কোর পায় দুর্বার রাজশাহী।
১৭৯ রানে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইলিয়ামের উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। দলীয় ২৬ রানে দলের সবচেয়ে বড় তারকা মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে আরো চাপে পড়ে যায় খুলনা।মেহেদী মিরাজ ৭ বলে মাত্র ১ রান করে আউট হন। আফিফ হোসেন ৩০ বলে ৩৩ রান ও ওপেনার নাঈম শেখ ২৮ বলে ২৪ রান করলেও জয়ের জন্য বড় স্কোর কেউ করতে পারেনি।
শেষ চেষ্টা শুরু করেছিল ইমরুল কায়েস। তবে তার ৬ বলে ১৭ রান জয়ের জন্য যথেষ্ট ছিলোনা। খুলনা থামে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রানে।
এটি টুনার্মেন্টে খুলনার প্রথম হার। রংপুর রাইডার্স ৬ ম্যাচের ৬টিই জিতে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। বরিশাল ৫ ম্যাচের ৩টি জিতে দ্বিতীয়। খুলনা টাইগার্স ৩ ম্যাচের ২টি জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দুর্বার রাজশাহী : ২০ ওভারে ১৭৮/৫
(রায়ান বার্ল ৪৯, ইয়াসির আলী ৪১, মোহাম্মদ হারিস ২৭ ; নাসুম আহাম্মেদ ২০/২ মেহেদী হাসান মিরাজ ২৬/১)
খুলনা টাইগার্স : ১৯.৩ ওভারে ১৫০ (আফিফ হোসেন ৩৩, মোহাম্মদ নাঈম ২৪, নাসুম আহাম্মেদ ১৮: তাসকিন আহমেদ ৩০/২,
রায়ান বার্ল ১৩/২, সোহাগ গাজী ২৭/২)
দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: রায়ান বার্ল