অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারের পর ভারতের ব্যাটিং দৈন্যতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। উপমহাদেশের বাইরে নিয়মিতই দেড়শর আশেপাশে গুটিয়ে যাচ্ছে ভারত।
এরপরই বোর্ডের পক্ষ থেকে ১০টি কড়া নির্দেশনা আসে। এর মধ্যে রয়েছে তারকা ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলার বাধ্যবোধকতাও। যদি তারা এই নির্দেশনা না মানেন, তবে আইপিএলে নিষিদ্ধ হবেন এমন হুমকিও দেয় বোর্ড।
এমন নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন। এবার জানা গেল, ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও।
আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে রেলওয়ের ম্যাচটি খেলবেন কোহলি। কোহলি নিজেই এই ম্যাচে খেলার আগ্রহের কথা জানিয়েছেন।
সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারিও ম্যাচ আছে দিল্লির। তবে কোহলি এই ম্যাচে খেলতে পারছেন না চোটের কারণে। তিনি বোর্ডকে জানিয়েছেন, এখনো ঘাড়ের ব্যথা পুরোপুরি সেরে উঠেনি। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার ৩ দিন পর ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সবশেষ কোহলি রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ২০১২ সালে উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে। দীর্ঘ ১৩ বছর পর আবারও ঘরোয়া লিগে দেখা যাবে ভারতীয় সুপারস্টারকে।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে হারের পর ভারতের ব্যাটিং দৈন্যতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। উপমহাদেশের বাইরে নিয়মিতই দেড়শর আশেপাশে গুটিয়ে যাচ্ছে ভারত।
এরপরই বোর্ডের পক্ষ থেকে ১০টি কড়া নির্দেশনা আসে। এর মধ্যে রয়েছে তারকা ক্রিকেটারদের ঘরোয়া লিগে খেলার বাধ্যবোধকতাও। যদি তারা এই নির্দেশনা না মানেন, তবে আইপিএলে নিষিদ্ধ হবেন এমন হুমকিও দেয় বোর্ড।
এমন নির্দেশনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন। এবার জানা গেল, ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলিও।
আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে রেলওয়ের ম্যাচটি খেলবেন কোহলি। কোহলি নিজেই এই ম্যাচে খেলার আগ্রহের কথা জানিয়েছেন।
সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারিও ম্যাচ আছে দিল্লির। তবে কোহলি এই ম্যাচে খেলতে পারছেন না চোটের কারণে। তিনি বোর্ডকে জানিয়েছেন, এখনো ঘাড়ের ব্যথা পুরোপুরি সেরে উঠেনি। বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার ৩ দিন পর ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।
সবশেষ কোহলি রঞ্জি ট্রফিতে খেলেছিলেন ২০১২ সালে উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে। দীর্ঘ ১৩ বছর পর আবারও ঘরোয়া লিগে দেখা যাবে ভারতীয় সুপারস্টারকে।