পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত সমাধান হয়েছে হাইব্রিড মডেলে। স্বাগতিক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক দেশের নাম ‘পাকিস্তান’ লিখতে রাজি নয় বিসিসিআই। নিয়ম অনুযায়ী, প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে।
ভারতের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ তুলেছে, ভারত ক্রিকেটে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। আইএএনএস-কে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা জানান, ভারতের আচরণ তাদের কাছে বিস্ময়কর ও অগ্রহণযোগ্য।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে সেবার সব দলের জার্সিতে ‘ভারত ২০২১’ লেখা ছিল। এবার ভারত আমিরাতে খেললেও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, তাই স্বাভাবিকভাবেই তাদের নাম থাকার কথা জার্সিতে। ভারতের আপত্তির ফলে নতুন করে দুই দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত সমাধান হয়েছে হাইব্রিড মডেলে। স্বাগতিক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
নতুন বিতর্কের জন্ম দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক দেশের নাম ‘পাকিস্তান’ লিখতে রাজি নয় বিসিসিআই। নিয়ম অনুযায়ী, প্রতিটি বৈশ্বিক টুর্নামেন্টে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে।
ভারতের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষোভ প্রকাশ করেছে। তারা অভিযোগ তুলেছে, ভারত ক্রিকেটে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। আইএএনএস-কে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা জানান, ভারতের আচরণ তাদের কাছে বিস্ময়কর ও অগ্রহণযোগ্য।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে সেবার সব দলের জার্সিতে ‘ভারত ২০২১’ লেখা ছিল। এবার ভারত আমিরাতে খেললেও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, তাই স্বাভাবিকভাবেই তাদের নাম থাকার কথা জার্সিতে। ভারতের আপত্তির ফলে নতুন করে দুই দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব আরও ঘনীভূত হচ্ছে।