রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক
বিপিএল পারিশ্রমিক সমস্যা সমাধানে নতুন আশ্বাস দিলেন দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এক সপ্তাহের মধ্যে তিনটি কিস্তিতে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবার পাওনা অর্থ পরিশোধ করবেন তিনি।
সোমবার ৩ফেব্রুয়ারি এক বিবৃতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই খবর জানায়। বিবৃতিতে বলা হয়, পারিশ্রমিক পরিশোধে বারবার আশ্বাস দিয়ে টালবাহানার পর সোমবার প্রথম প্রহরে রাজশাহীর কর্ণধারকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে নিজের দায় মেনে নিয়ে তিন কিস্তিতে অর্থ পরিশোধের কথা বলেছেন তিনি।
টুর্নামেন্টের মাঝপথ থেকে দেখা দেয়া পারিশ্রমিক সমস্যায় একাধিকবার বিসিবিতে বৈঠক করে আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান। সর্বশেষ শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে তিনি বলেন,রোববারের মধ্যে ৫০ শতাংশ অর্থ পরিশোধ করে দেবেন।
সেই প্রতিশ্রুতি রাখতে পারেন রাজশাহী। উল্টো পারিশ্রমিকের সঙ্গে দেশে ফেরার টিকেট না পাওয়ায় রোববার হোটেল বন্দি দিন কাটে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের। এছাড়া গুঞ্জন ছড়িয়ে পড়ে, অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন রাজশাহীর কর্ণধার।
উদ্ভূত পরিস্থিতিতে তাই সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়েছে বলে জানানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে।
‘টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির (দুর্বার রাজশাহী) বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।’
‘সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’
ক্রিকেটারদের পাশাপাশি প্রতি কিস্তিতে দল সংশ্লিষ্ট প্রত্যেকে নিজেদের পাওনা অর্থ পাবেন বলে নিশ্চয়তা দেন রাজশাহীর কর্ণধার।
জানা যায়, সোমবার বিকেলে স্থানীয় ক্রিকেটারদের হাতে নগদ ২৫ ভাগ টাকা পরিশোধ করেছে রাজশাহী। যদিও নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের এই পর্যায়ে এসে পারিশ্রমিকের ৭৫ ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা পেয়েছেন ৫০ ভাগ। স্থানীয়দের আজকে ২৫ ভাগ পরিশোধ করলেও বিদেশিদের ক্ষেত্রে তাদের এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন। যারা ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছিলেন তারাই কেবল কাল আরও ২৫ ভাগ পারিশ্রমিক পান।
রাজশাহীর উইকেট কিপার আকবর আলী বলেছেন, ‘আমি আগে ২৫ ভাগ পেয়েছি। আজ আরও ২৫ ভাগ পেলাম। আশা করি, বাকি ৫০ ভাগ পেয়ে যাবো। টুর্নামেন্টের যেই নিয়ম, তাতে এখন আমি ৭৫ ভাগ পারিশ্রমিক পেতাম। তবে ধন্যবাদ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবিকে। তাদের হস্তক্ষেপে আমরা আমাদের পাওনা বুঝে পাচ্ছি।’
রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
বিপিএল পারিশ্রমিক সমস্যা সমাধানে নতুন আশ্বাস দিলেন দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান। এক সপ্তাহের মধ্যে তিনটি কিস্তিতে ক্রিকেটার ও দল সংশ্লিষ্ট সবার পাওনা অর্থ পরিশোধ করবেন তিনি।
সোমবার ৩ফেব্রুয়ারি এক বিবৃতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই খবর জানায়। বিবৃতিতে বলা হয়, পারিশ্রমিক পরিশোধে বারবার আশ্বাস দিয়ে টালবাহানার পর সোমবার প্রথম প্রহরে রাজশাহীর কর্ণধারকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে নিজের দায় মেনে নিয়ে তিন কিস্তিতে অর্থ পরিশোধের কথা বলেছেন তিনি।
টুর্নামেন্টের মাঝপথ থেকে দেখা দেয়া পারিশ্রমিক সমস্যায় একাধিকবার বিসিবিতে বৈঠক করে আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান। সর্বশেষ শনিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে তিনি বলেন,রোববারের মধ্যে ৫০ শতাংশ অর্থ পরিশোধ করে দেবেন।
সেই প্রতিশ্রুতি রাখতে পারেন রাজশাহী। উল্টো পারিশ্রমিকের সঙ্গে দেশে ফেরার টিকেট না পাওয়ায় রোববার হোটেল বন্দি দিন কাটে রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের। এছাড়া গুঞ্জন ছড়িয়ে পড়ে, অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন রাজশাহীর কর্ণধার।
উদ্ভূত পরিস্থিতিতে তাই সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়েছে বলে জানানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিবৃতিতে।
‘টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সবার পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারি প্রথম প্রহরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির (দুর্বার রাজশাহী) বিতর্কিত মালিক শফিকুর রহমানকে।’
‘সংকট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।’
ক্রিকেটারদের পাশাপাশি প্রতি কিস্তিতে দল সংশ্লিষ্ট প্রত্যেকে নিজেদের পাওনা অর্থ পাবেন বলে নিশ্চয়তা দেন রাজশাহীর কর্ণধার।
জানা যায়, সোমবার বিকেলে স্থানীয় ক্রিকেটারদের হাতে নগদ ২৫ ভাগ টাকা পরিশোধ করেছে রাজশাহী। যদিও নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের এই পর্যায়ে এসে পারিশ্রমিকের ৭৫ ভাগ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা পেয়েছেন ৫০ ভাগ। স্থানীয়দের আজকে ২৫ ভাগ পরিশোধ করলেও বিদেশিদের ক্ষেত্রে তাদের এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছিলেন। যারা ২৫ ভাগ পারিশ্রমিক পেয়েছিলেন তারাই কেবল কাল আরও ২৫ ভাগ পারিশ্রমিক পান।
রাজশাহীর উইকেট কিপার আকবর আলী বলেছেন, ‘আমি আগে ২৫ ভাগ পেয়েছি। আজ আরও ২৫ ভাগ পেলাম। আশা করি, বাকি ৫০ ভাগ পেয়ে যাবো। টুর্নামেন্টের যেই নিয়ম, তাতে এখন আমি ৭৫ ভাগ পারিশ্রমিক পেতাম। তবে ধন্যবাদ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবিকে। তাদের হস্তক্ষেপে আমরা আমাদের পাওনা বুঝে পাচ্ছি।’