জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মামুনুর রশিদ। আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
জাতীয় দলের কোচ নির্বাচনের জন্য দুই সপ্তাহ ধরে ১০ জন কোচের সাক্ষাৎকার নেয় হকি ফেডারেশন। অবশেষে সোমবার মামুনুরকে নির্বাচিত করে সংস্থাটি।
এর আগে ২০১৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলকে পরিচালনা করেছিলেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। দীর্ঘ ১০ বছর পর আবার জাতীয় দলে ফিরলেন তিনি। এছাড়া, বাংলাদেশের অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলেও একাধিকবার কোচিং করিয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মামুনুর রশিদ জানান, এএইচএফ কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য। যেখানে দলটি সাধারণত শিরোপা জয়ী হয়ে থাকে বাংলাদেশ দল।
এছাড়া, সহকারী কোচ হিসেবে মোশিউর রহমান বিপ্লব এবং ট্রেনার হিসেবে আলমগীর ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শিগগিরই শুরু হবে। এর আগে ২০ ফেব্রুয়ারি ফিটনেস পরীক্ষার মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে, যেখানে ৫০ জনেরও বেশি খেলোয়াড় অংশ নেবে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মামুনুর রশিদ। আগামী এপ্রিলে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
জাতীয় দলের কোচ নির্বাচনের জন্য দুই সপ্তাহ ধরে ১০ জন কোচের সাক্ষাৎকার নেয় হকি ফেডারেশন। অবশেষে সোমবার মামুনুরকে নির্বাচিত করে সংস্থাটি।
এর আগে ২০১৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে জাতীয় দলকে পরিচালনা করেছিলেন জাতীয় দলের সাবেক এই খেলোয়াড়। দীর্ঘ ১০ বছর পর আবার জাতীয় দলে ফিরলেন তিনি। এছাড়া, বাংলাদেশের অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ দলেও একাধিকবার কোচিং করিয়েছেন তিনি।
এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মামুনুর রশিদ জানান, এএইচএফ কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাই তার লক্ষ্য। যেখানে দলটি সাধারণত শিরোপা জয়ী হয়ে থাকে বাংলাদেশ দল।
এছাড়া, সহকারী কোচ হিসেবে মোশিউর রহমান বিপ্লব এবং ট্রেনার হিসেবে আলমগীর ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শিগগিরই শুরু হবে। এর আগে ২০ ফেব্রুয়ারি ফিটনেস পরীক্ষার মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে, যেখানে ৫০ জনেরও বেশি খেলোয়াড় অংশ নেবে।