তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতা সোমবার ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। দাবায় বিভিন্ন গ্রুপে ওয়েজ ফারুকী, আমির হামজা, ফারাবি রহমান, জাকিয়া জামান ও সুরুতি চক্রবরতি চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ২১-১৬ পয়েন্টে পবা উপজেলাকে ও বালিকা বিভাগে তানোর উপজেলা ১৯-১৬ পয়েন্টে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় উপজেলা ও বোয়ালিয়া সদর থেকে বালক বিভাগে ১১ বালিকা বিভাগে ১১টি করে ২২টি দল অংশগ্রহণ করে। সোমবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগীতা দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) মো. মহিনুল হাসান।
জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
নগর-মহানগর: উত্তরায় ভবনে আগুন, ৩ জন নিহত
অপরাধ ও দুর্নীতি: জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি, তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার