মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি অগ্রনী স্কুল এন্ড কলেজ ২ রানে রিভারভিউ স্কুলকে হারায়। টসে হেরে অগ্রনী স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২০ রান। বিজয় ১৯ ও সিফাত ২৪ রান করে।বিপক্ষ দলের নাইম ৩৬ রানে ৪টি, মনিম ৪, জসিম ২২ ও অরপন ১৬ রানে ২টি করে উইকেট নেয়।
১২১ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রিভারভিউ স্কুল ২৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। ইমরান ২৭ ও অরপন ২০ রান করে। বিপক্ষ দলের সিফাত ২১ রানে ৩টি, সিয়াম ১৯ ও তামিম ২৭ রানে ২টি করে উইকেট নেয়।
এদিন মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের অন্য খেলায় মেহেরচন্ডি হাই স্কুল ৮ উইকেটে হারায় মসজিদ মিশন একাডেমিকে।
টসে হেরে মসজিদ মিশন একাডেমি ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। জুবায়েদ হোসেন ২৪ রান করে। তমাল ১৬, মোমিন ৩৯ ও সিফাত ১৫ রানে ২টি করে উইকেট নেয়। মেহেরচন্ডি হাই স্কুল ১১৪ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভাওে ২ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ করে (১১৫ রান)। মাহিম ২৩ ও সাদি ৪৪ রানে অপরাজিত থাকে। বিপক্ষ দলের পক্ষে সাফিন ইসলাম ১৭ রানে ২টি উইকেট নেয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেন্টে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি অগ্রনী স্কুল এন্ড কলেজ ২ রানে রিভারভিউ স্কুলকে হারায়। টসে হেরে অগ্রনী স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২০ রান। বিজয় ১৯ ও সিফাত ২৪ রান করে।বিপক্ষ দলের নাইম ৩৬ রানে ৪টি, মনিম ৪, জসিম ২২ ও অরপন ১৬ রানে ২টি করে উইকেট নেয়।
১২১ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রিভারভিউ স্কুল ২৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। ইমরান ২৭ ও অরপন ২০ রান করে। বিপক্ষ দলের সিফাত ২১ রানে ৩টি, সিয়াম ১৯ ও তামিম ২৭ রানে ২টি করে উইকেট নেয়।
এদিন মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের অন্য খেলায় মেহেরচন্ডি হাই স্কুল ৮ উইকেটে হারায় মসজিদ মিশন একাডেমিকে।
টসে হেরে মসজিদ মিশন একাডেমি ব্যাট করতে নেমে ৩১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। জুবায়েদ হোসেন ২৪ রান করে। তমাল ১৬, মোমিন ৩৯ ও সিফাত ১৫ রানে ২টি করে উইকেট নেয়। মেহেরচন্ডি হাই স্কুল ১১৪ রানে টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভাওে ২ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ করে (১১৫ রান)। মাহিম ২৩ ও সাদি ৪৪ রানে অপরাজিত থাকে। বিপক্ষ দলের পক্ষে সাফিন ইসলাম ১৭ রানে ২টি উইকেট নেয়।