image

ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে সুমাইয়ার থানায় জিডি

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ ও হত্যার হুমকি পান মাতসুশিমা সুমাইয়া। সেই দাবি করে বুধবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জাতীয় নারী ফুটবল দলের এই সদস্য। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার। বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধ নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। সমস্যা সমাধানে বাফুফে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা। এরই মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেছেন সুমাইয়া। জাপান প্রবাসী সুমাইয়া ওই পোস্টে গেল কয়েকদিনে অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন দাবি করেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি