alt

বিপিএল ট্রফি নিয়ে ফরচুন বরিশালের খেলোয়াড়রা

বিপিএক্রীড়া বার্তা পরিবেশক : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজ শহর আর প্রিয় ক্রিকেটার, এসব ঘিরেই গড়ে ওঠে দর্শকদের সমর্থন। ব্যতিক্রম শুধু বিপিএল। এই লীগে একাদশ আসর হয়ে গেলেও তেমন কোনো শক্ত সমর্থকগোষ্ঠী নেই। সেটি গড়ে তুলতেই একটি পরামর্শ দিলেন টানা দুই বারের চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলে বড় সমর্থকগোষ্ঠী গড়ে না ওঠার মূল কারণ, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের ধারাবাহিকতা না থাকা। ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নামে বদল আসে তো নিয়মিতই। ক্রিকেটারদের কোনো এক দলে লম্বা সময় থিতু হওয়ার সুযোগও রাখা হয়নি। তামিমের চাওয়া, প্রতি আসরে প্রতি দলে ৪ থেকে ৬ জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম যেন রাখা হয় বিপিএলে।

তামিম টানা দুই বছর যে দলকে চ্যাম্পিয়ন করালেন, কেবল সেই দলেরই অনুগত একটা সমর্থকগোষ্ঠী গড়ে উঠতে শুরু করেছে। গতবারের মতো এই আসরেও বরিশালে খেলেছেন তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলামরা। এর সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা।

এবারের বিপিএলের প্রতিটি ম্যাচে এই দলটির সমর্থন ছিল নজরকাড়া। ফাইনাল ম্যাচের গ্যালারিতে উপস্থিত ২৪ হাজার দর্শকের মধ্যে বিশ হাজারের বেশি হয়তো ছিল বরিশালের সমর্থক। লাল জার্সির সমুদ্রেই ফাইনাল জিতে আবারও উল্লাসে মেতেছেন তামিম, মুশফিকরা। কিন্তু বিপিএলের পরের আসরে এই ফ্র্যাঞ্চাইজি এই দল থাকবে কি না, সেই নিশ্চয়তা নেই।

২০২২ সালে তিন আসরের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দলের মালিকানা দিয়েছিল বিসিবি। যা শেষ হয়েছে এবার। সামনের আসর থেকে পাঁচ বছরের জন্য মালিকানা দেয়ার কথা ভাবছে বিসিবি। সেক্ষেত্রে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা চাইলে নিজেদের দল ধরে রাখতে পারবেন অথবা যোগ দিতে পারবে নতুন ফ্র্যাঞ্চাইজি।

ফ্র্যাঞ্চাইজি মালিক যারাই হোক, ক্রিকেটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক। গত দুই আসরে নিয়ম ছিল আগের দল থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন দলের অনেককে হয়তো ছেড়ে দিতে বাধ্য হবে টানা দুই শিরোপা জেতা বরিশাল।

ফাইনাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে ধরে রাখা ক্রিকেটারের নিয়মে পরিবর্তনের দাবি জানান তামিম।

‘এত কষ্ট করে একটা ফ্যানবেইজ তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলের উদাহরণ দেই আমরা। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। তাই মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। (বিপিএলে) তিন বছরের একটা চক্র শেষ হয়েছে। পাঁচ বছরের চক্র আসবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ দেয়া উচিত।’

‘যদি মাত্র একজনকে ধরে রাখেন তাহলে তো এত দিন ধরে যে (ফ্যানবেজ) গড়েছেন, সব শেষ হয়ে যাবে। তাই যদি ৫টা, ৬টা বা ৪টা... কমপক্ষে ৪ জন ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে ফ্যানবেইজ যে তৈরি হয়েছে, তা আরও বড় হবে। ক্রিকেটাররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাই আমি আশা করি, যখনই পরের আসরের নিয়মকানুন করবেন উনারা (বিসিবি), এই জিনিসটা যেন মাথায় রাখেন।’

বিসিবির পক্ষ থেকে তিন বছরের মালিকানা দেয়া হলেও এই সময়েও নানা কারণে বেশ কয়েকটি দলের মালিকানা বদলে গেছে। শুধুমাত্র বরিশাল, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ধারাবাহিকতা দেখিয়েছে। এই তিন দলই এবার প্লে-অফ খেলেছে।

মালিকানা বদলের কারণে ক্রিকেটার ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির বিষয়টি ভাবনায় রেখে সম্ভাব্য সমাধানের পথও বাতলে দেন তামিম।

‘এখন যেটা সমস্যা হয়, মালিকপক্ষ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, চিটাগং এবার এক মালিক, পরের বছর আরেক মালিক। কিন্তু দল তো একই থাকছে, ক্রিকেটাররা একই থাকছে। তাই মালিক পরিবর্তন হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ যদি চিটাগংয়ের প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে তাকে একই স্কোয়াডে ধরে রাখার অনুমতিটা রাখা উচিত।’

‘তাদের যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।’

টানা দ্বিতীয় শিরোপা জিতে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয়, গতবারের যাত্রাটা ছিল এপিক! সেটি আমার হৃদয়ের খুব খুব কাছের। কিছু দিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেবার অর্ধেক টুর্নামেন্ট থেকেই আমরা বাদ পড়ার এক ম্যাচ দূরে ছিলাম। সেখান থেকে জিততে জিততে সেমিফাইনালে (প্লে-অফে) এসে পুরোপুরি ভিন্ন দল হয়ে যাওয়া।’

‘ব্যাটিং ও বোলিংয়ে (কাইল) মেয়ার্সের অবদান অসাধারণ ছিল। এমনকি আজ ফাইনালেও। তো ওই ট্রফিটা জেতা... প্রথমবার বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের মানুষের জন্য। সেটি আমাদের হৃদয়ের খুব কাছের।’

‘এ বছর আমরা আসরজুড়ে দাপট দেখিয়েছি। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ ও চিটাগং কিংসের বিপক্ষে এক ম্যাচ শুধু... এর বাইরে পুরো টুর্নামেন্ট আধিপত্য দেখিয়েছি। আমাদের যখন ১৭০-১৮০ রানের চ্যালেঞ্জ দেয়া হয়েছে, খুব ভালো রেসপন্স করেছি। আজকেও, খুলনার সঙ্গেও।

এটিও বিশেষ অনুভূতি। তবে দুটির মধ্যে একটি বেছে নিতে বললে আমি সবসময় প্রথমটি নেব।’

দুই শিরোপা জয়েই বড় অবদান রেখেছেন তামিম। গত বছর তিন ফিফটিতে করেছিলেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান। ফাইনাল ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে খেলেছিলেন ৩৯ রানের ঝড়ো ইনিংস। বিপিএলের সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।

ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি এগিয়ে রাখছেন গত বছরের তামিমকে।

‘আমার কথা... আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যে... যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটি বিশেষ ছিল। তবে আজকের ইনিংস... এই ধরনের ইনিংস আমাকে বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (অনেক কিছু) আছে।’লে শক্ত সমর্থক গোষ্ঠী গড়ে ওঠেনি: তামিম

ছবি

টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি আরও ভালো করার লক্ষ্য বাংলাদেশের

ছবি

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

ছবি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, এগিয়েছেন মুশফিক ও লিটন

ছবি

বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস

ছবি

ভারতের মাঠে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

ছবি

বার্সাকে উড়িয়ে দিয়েছে চেলসি, অপ্রত্যাশিত হার সিটির

ছবি

যুব বিশ্বকাপ হকি: প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি

দল নির্বাচনে অধিনায়ক বা কোচের অনুমতি বাধ্যবাধকতা নয়: লিপু

ছবি

বাংলাদেশ-মালয়েশিয়া উদ্বোধনী ম্যাচ বুধবার

ছবি

তিন কোচেরই দল পরখ করে নেয়ার মঞ্চ

ছবি

বাংলাদেশের তিন ম্যাচ কলকাতায় টি-২০ বিশ্বকাপ

ছবি

এনসিএলে তানভিরের ৭ উইকেট আল আমিনের সেঞ্চুরি

ছবি

সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়: আকবর আল

ছবি

৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বিপদে ভারত

ছবি

নারী কাবাডি বিশ্বকাপের সফল আয়োজনে বাংলাদেশের সক্ষমতার বার্তা

ছবি

ঢাকায় মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় নারী ফুটবল শুরু ২৬ নভেম্বর

ছবি

রোমাঞ্চকর ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান

ছবি

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা ভারতের

ছবি

ব্রুনাইয়ের জালেও গোল উৎসব লাল-সবুজদের

ছবি

জাতীয় খেলোয়াড়রা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না

ছবি

ইয়ানসেনের তোপে নিজেদের মাঠে ‘ধবলধোলাইয়ের’ শঙ্কায় ভারত

ছবি

সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা পাকিস্তানের

ছবি

মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

ছবি

এএফসিতে বাংলাদেশের ব্রুনাই চ্যালেঞ্জ সোমবার

ছবি

টি-টোয়েন্টি সিরিজে নেই তাসকিন, নতুন মুখ মাহিদুল

ছবি

‘১০ টেস্ট খেলা ক্রিকেটারও এখন স্বপ্ন দেখছে ১০০ টেস্ট খেলার’

ছবি

সেমিতে হেরে ব্রোঞ্জ নিয়েই শেষ বাংলাদেশের

ছবি

গৌহাটি টেস্টে মুথুসামির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার ১ম ইনিংসে ৪৮৯

ছবি

সোমবার আবাহনীর সামনে মোহামেডান!

ছবি

গোল করে রোমাঞ্চিত লেভানদোস্কি

ছবি

দ্বিতীয় টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি

হেডের ঝড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া

ছবি

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

ছবি

জাতীয় ক্রিকেট লীগে রাজশাহীর ২৬৮ রান

ছবি

বাছাইপর্বে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ছবি

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করেনি যে কারণে

tab

বিপিএল ট্রফি নিয়ে ফরচুন বরিশালের খেলোয়াড়রা

বিপিএক্রীড়া বার্তা পরিবেশক

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজ শহর আর প্রিয় ক্রিকেটার, এসব ঘিরেই গড়ে ওঠে দর্শকদের সমর্থন। ব্যতিক্রম শুধু বিপিএল। এই লীগে একাদশ আসর হয়ে গেলেও তেমন কোনো শক্ত সমর্থকগোষ্ঠী নেই। সেটি গড়ে তুলতেই একটি পরামর্শ দিলেন টানা দুই বারের চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলে বড় সমর্থকগোষ্ঠী গড়ে না ওঠার মূল কারণ, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারের ধারাবাহিকতা না থাকা। ফ্র্যাঞ্চাইজির মালিকানা ও নামে বদল আসে তো নিয়মিতই। ক্রিকেটারদের কোনো এক দলে লম্বা সময় থিতু হওয়ার সুযোগও রাখা হয়নি। তামিমের চাওয়া, প্রতি আসরে প্রতি দলে ৪ থেকে ৬ জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম যেন রাখা হয় বিপিএলে।

তামিম টানা দুই বছর যে দলকে চ্যাম্পিয়ন করালেন, কেবল সেই দলেরই অনুগত একটা সমর্থকগোষ্ঠী গড়ে উঠতে শুরু করেছে। গতবারের মতো এই আসরেও বরিশালে খেলেছেন তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলামরা। এর সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো তারকা ক্রিকেটাররা।

এবারের বিপিএলের প্রতিটি ম্যাচে এই দলটির সমর্থন ছিল নজরকাড়া। ফাইনাল ম্যাচের গ্যালারিতে উপস্থিত ২৪ হাজার দর্শকের মধ্যে বিশ হাজারের বেশি হয়তো ছিল বরিশালের সমর্থক। লাল জার্সির সমুদ্রেই ফাইনাল জিতে আবারও উল্লাসে মেতেছেন তামিম, মুশফিকরা। কিন্তু বিপিএলের পরের আসরে এই ফ্র্যাঞ্চাইজি এই দল থাকবে কি না, সেই নিশ্চয়তা নেই।

২০২২ সালে তিন আসরের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দলের মালিকানা দিয়েছিল বিসিবি। যা শেষ হয়েছে এবার। সামনের আসর থেকে পাঁচ বছরের জন্য মালিকানা দেয়ার কথা ভাবছে বিসিবি। সেক্ষেত্রে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা চাইলে নিজেদের দল ধরে রাখতে পারবেন অথবা যোগ দিতে পারবে নতুন ফ্র্যাঞ্চাইজি।

ফ্র্যাঞ্চাইজি মালিক যারাই হোক, ক্রিকেটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেক। গত দুই আসরে নিয়ম ছিল আগের দল থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন দলের অনেককে হয়তো ছেড়ে দিতে বাধ্য হবে টানা দুই শিরোপা জেতা বরিশাল।

ফাইনাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে ধরে রাখা ক্রিকেটারের নিয়মে পরিবর্তনের দাবি জানান তামিম।

‘এত কষ্ট করে একটা ফ্যানবেইজ তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলের উদাহরণ দেই আমরা। সেখানে নিয়ম কখনও পরিবর্তন হয় না। তাই মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। (বিপিএলে) তিন বছরের একটা চক্র শেষ হয়েছে। পাঁচ বছরের চক্র আসবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের মূল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ দেয়া উচিত।’

‘যদি মাত্র একজনকে ধরে রাখেন তাহলে তো এত দিন ধরে যে (ফ্যানবেজ) গড়েছেন, সব শেষ হয়ে যাবে। তাই যদি ৫টা, ৬টা বা ৪টা... কমপক্ষে ৪ জন ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে ফ্যানবেইজ যে তৈরি হয়েছে, তা আরও বড় হবে। ক্রিকেটাররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। তাই আমি আশা করি, যখনই পরের আসরের নিয়মকানুন করবেন উনারা (বিসিবি), এই জিনিসটা যেন মাথায় রাখেন।’

বিসিবির পক্ষ থেকে তিন বছরের মালিকানা দেয়া হলেও এই সময়েও নানা কারণে বেশ কয়েকটি দলের মালিকানা বদলে গেছে। শুধুমাত্র বরিশাল, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ধারাবাহিকতা দেখিয়েছে। এই তিন দলই এবার প্লে-অফ খেলেছে।

মালিকানা বদলের কারণে ক্রিকেটার ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির বিষয়টি ভাবনায় রেখে সম্ভাব্য সমাধানের পথও বাতলে দেন তামিম।

‘এখন যেটা সমস্যা হয়, মালিকপক্ষ বদলে যায়। উদাহরণ হিসেবে বলা যায়, চিটাগং এবার এক মালিক, পরের বছর আরেক মালিক। কিন্তু দল তো একই থাকছে, ক্রিকেটাররা একই থাকছে। তাই মালিক পরিবর্তন হোক বা না হোক, অন্য কেউ আসুক বা না আসুক, কেউ যদি চিটাগংয়ের প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে তাকে একই স্কোয়াডে ধরে রাখার অনুমতিটা রাখা উচিত।’

‘তাদের যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।’

টানা দ্বিতীয় শিরোপা জিতে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয়, গতবারের যাত্রাটা ছিল এপিক! সেটি আমার হৃদয়ের খুব খুব কাছের। কিছু দিন আগে সংবাদ সম্মেলনে বলেছিলাম, সেবার অর্ধেক টুর্নামেন্ট থেকেই আমরা বাদ পড়ার এক ম্যাচ দূরে ছিলাম। সেখান থেকে জিততে জিততে সেমিফাইনালে (প্লে-অফে) এসে পুরোপুরি ভিন্ন দল হয়ে যাওয়া।’

‘ব্যাটিং ও বোলিংয়ে (কাইল) মেয়ার্সের অবদান অসাধারণ ছিল। এমনকি আজ ফাইনালেও। তো ওই ট্রফিটা জেতা... প্রথমবার বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের মানুষের জন্য। সেটি আমাদের হৃদয়ের খুব কাছের।’

‘এ বছর আমরা আসরজুড়ে দাপট দেখিয়েছি। রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচ ও চিটাগং কিংসের বিপক্ষে এক ম্যাচ শুধু... এর বাইরে পুরো টুর্নামেন্ট আধিপত্য দেখিয়েছি। আমাদের যখন ১৭০-১৮০ রানের চ্যালেঞ্জ দেয়া হয়েছে, খুব ভালো রেসপন্স করেছি। আজকেও, খুলনার সঙ্গেও।

এটিও বিশেষ অনুভূতি। তবে দুটির মধ্যে একটি বেছে নিতে বললে আমি সবসময় প্রথমটি নেব।’

দুই শিরোপা জয়েই বড় অবদান রেখেছেন তামিম। গত বছর তিন ফিফটিতে করেছিলেন আসরের সর্বোচ্চ ৪৯২ রান। ফাইনাল ম্যাচে ১৫৫ রানের লক্ষ্যে খেলেছিলেন ৩৯ রানের ঝড়ো ইনিংস। বিপিএলের সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।

ব্যক্তিগত পারফরম্যান্সেও তিনি এগিয়ে রাখছেন গত বছরের তামিমকে।

‘আমার কথা... আমার মনে হয়, অন্যটি (২০২৪ সালের) ভালো ছিল। বিশেষ করে এই কারণে যে... যা কিছু ঘটেছিল, এরপর যেভাবে ফিরে এসেছি, আমি রান করেছি। প্রায় সব পুরস্কার মনে হয় পেয়েছিলাম। সেটি বিশেষ ছিল। তবে আজকের ইনিংস... এই ধরনের ইনিংস আমাকে বিশ্বাসটা দেয় আমার মধ্যে এখনও (অনেক কিছু) আছে।’লে শক্ত সমর্থক গোষ্ঠী গড়ে ওঠেনি: তামিম

back to top