গল টেস্টে মেন্ডিসের আউটের পর ম্যাথিউসের (বায়ে) প্রতিক্রিয়া
গল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪১৪ রানে শেষ হয়। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে শ্রীলঙ্কা শনিবার ০৮ ফেব্রুয়ারি তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২১১ রান করে। ২ উইকেট হাতে নিয়ে কেবল ৫৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা। এতে আরেকটি জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে স্টিভেন স্মিথের দল জিতেছিল রেকর্ড ইনিংস ও ২৪২ রানে।
দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির জুটি এদিন যোগ করতে পারে কেবল ২০ রান। দিনের পঞ্চম ওভারে স্মিথকে কট বিহাইন্ড করে ২৫৯ রানের জুটি ভাঙেন জয়সুরিয়া। ১ ছক্কা ও ১০ চারে ১৩১ রান করেন স্মিথ। এক বল পরে জশ ইংলিসকে বোল্ড করে দেন জয়সুরিয়া। ১৩৯ রান নিয়ে খেলতে নামা কেয়ারি দেড়শ স্পর্শ করেন ১৭৫ বলে। তিনি ২ ছক্কা ও ১৫ চারে ১৫৬ রান তুলে জয়সুরিয়ার বলে বোল্ড হন। এরপর আর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা, ৩৯ রানে হারায় তিনজনকে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আরেক প্রান্তে কুসাল মেন্ডিস। জমে ওঠে তাদের জুটি। কিন্তু, লায়নকে সুইপ করে বিপদ ডেকে আনেন ম্যাথিউস। শেষ হয় তার ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৭৬ রানের ইনিংস। কুনেমানের বলে জয়সুরিয়ার বিদায়ে শেষ হয় দিনের খেলা। দারুণ এক জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তাদের সামনে এখনও বাধা হয়ে থাকা মেন্ডিস ১ ছক্কা ও ৫ চারে ৫০ বলে খেলছেন ৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ২৫৭ ও ২১১/৮ (ম্যাথিউস ৭৬, ধনঞ্জায়া ২৩, মেন্ডিস ৪৮ ; কুনেমান ৪/৫২, লায়ন ৩/৮০)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৪১৪ (আগের দিন ৩৩০/৩) (স্মিথ ১৩১, কেয়ারি ১৫৬, ওয়েবস্টার ৩১ ; পেইরিস ৩/৯৪, জয়সুরিয়া ৫/১৫১, রামেশ ২/৮১)।
গল টেস্টে মেন্ডিসের আউটের পর ম্যাথিউসের (বায়ে) প্রতিক্রিয়া
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
গল টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪১৪ রানে শেষ হয়। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে শ্রীলঙ্কা শনিবার ০৮ ফেব্রুয়ারি তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২১১ রান করে। ২ উইকেট হাতে নিয়ে কেবল ৫৪ রানে এগিয়ে আছে লঙ্কানরা। এতে আরেকটি জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে স্টিভেন স্মিথের দল জিতেছিল রেকর্ড ইনিংস ও ২৪২ রানে।
দুই সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির জুটি এদিন যোগ করতে পারে কেবল ২০ রান। দিনের পঞ্চম ওভারে স্মিথকে কট বিহাইন্ড করে ২৫৯ রানের জুটি ভাঙেন জয়সুরিয়া। ১ ছক্কা ও ১০ চারে ১৩১ রান করেন স্মিথ। এক বল পরে জশ ইংলিসকে বোল্ড করে দেন জয়সুরিয়া। ১৩৯ রান নিয়ে খেলতে নামা কেয়ারি দেড়শ স্পর্শ করেন ১৭৫ বলে। তিনি ২ ছক্কা ও ১৫ চারে ১৫৬ রান তুলে জয়সুরিয়ার বলে বোল্ড হন। এরপর আর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। দ্বিতীয় ইনিংসে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা, ৩৯ রানে হারায় তিনজনকে। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আরেক প্রান্তে কুসাল মেন্ডিস। জমে ওঠে তাদের জুটি। কিন্তু, লায়নকে সুইপ করে বিপদ ডেকে আনেন ম্যাথিউস। শেষ হয় তার ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৭৬ রানের ইনিংস। কুনেমানের বলে জয়সুরিয়ার বিদায়ে শেষ হয় দিনের খেলা। দারুণ এক জয়ের স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। তাদের সামনে এখনও বাধা হয়ে থাকা মেন্ডিস ১ ছক্কা ও ৫ চারে ৫০ বলে খেলছেন ৪৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ২৫৭ ও ২১১/৮ (ম্যাথিউস ৭৬, ধনঞ্জায়া ২৩, মেন্ডিস ৪৮ ; কুনেমান ৪/৫২, লায়ন ৩/৮০)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৪১৪ (আগের দিন ৩৩০/৩) (স্মিথ ১৩১, কেয়ারি ১৫৬, ওয়েবস্টার ৩১ ; পেইরিস ৩/৯৪, জয়সুরিয়া ৫/১৫১, রামেশ ২/৮১)।