সেঞ্চুরিয়ান ফিলিপস
গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড। শনিবার রাতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৭৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। ৭৪ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ফিলিপস। ত্রিদেশীয় সিরিজের অপর দল দক্ষিণ আফ্র্রিকা।
লাহোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ৪ ও রাচিন রবীন্দ্র ২৫ রানে ফিরেন।
তৃতীয় উইকেটে ১১২ বলে ৯৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দলীয় ১৩৪ রানে উইলিয়ামসনকে শিকার করে জুটি ভাঙেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ৭টি চারে ৫৮ রান করেন উইলিয়ামসন।
পঞ্চম উইকেটে মিচেলের সঙ্গে ৬৫ বলে ৬৫ এবং ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৪৭ বলে ৫৪ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের রান আড়াইশ পার করেন ফিলিপস। মিচেল ২টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ৮১ রান ও ব্রেসওয়েল ২৩ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩১ রান করেন।
তবে সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে ২৬ বলে ৭৬ রানের বিষ্ফোরক জুটিতে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ এনে দেন ফিলিপস। শেষ ১০ ওভারে ১২৩ রান তুলে কিউইরা। ৭২ বলে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির ইনিংসে করেন ফিলিপস। ৬টি চার ও ৭টি ছক্কায় ৭৪ বলে অপরাজিত ১০৬ রান করেন ফিলিপস।
পাকিস্তানের আফ্রিদি ৮৮ রানে ৩টি ও আবরার ৪১ রানে ২ উইকেট নেন।
জবাবে প্রথম দুই উইকেট জুটিতেই হাফ-সেঞ্চুরি পেয়ে যায় পাকিস্তান। বাবর আজমের সঙ্গে ৫২ এবং কামরান গুলামকে নিয়ে ৫১ রান যোগ করেন ওপেনার ফখর জামান।
বাবর ১০ রানে ফিরলেও ফখরের মারমুখী হাফ-সেঞ্চুরিতে ১৯তম ওভারে ১ উইকেটে ১শ’ রান পেয়ে যায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক। এরমধ্যে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে ৮৪ রান করে ফিরেন ফখর।
১১৯ রানে চতুর্থ উইকেট পতনের পর ৫৩ রানের জুটিতে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান সালমান আগা ও তায়েব তাহির। দলীয় ১৭২ রানে তাহিরের বিদায়ের পর, আর কোনো বড় জুটি না হওয়ায় শেষ পর্যন্ত ৪৭ দশমিক ৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
সালমান ৪০, তাহির ৩০ ও শেষ দিকে আবরার আহমেদ ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৫৩ রানে ও স্যান্টনার ৪১ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফিলিপস
ত্রিদেশীয় সিরিজের পরের ম?্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল?্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩৩০/৬ (রাচিন ২৫, উইলিয়ামসন ৫৮, ফিলিপস ১০৬*, ব্রেসওয়েল ৩১, আফ্রিদি ৩/৮৮, আবরার ২/৪১, রউফ ১/২৩)।
পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৫২ (ফাখার ৮৪, বাবর ১০, কামরান ১৮, সালমান ৪০, তাহির ৩০, খুশদিল ১৫, আফ্রিদি ১০, নাসিম ১৩, আবরার ২৩*, রউফ আহত অনুপস্থিত; হেনরি ৩/৫৩, ব্রেসওয়েল ২/৪১, স্যান্টনার ৩/৪১, ফিলিপস ১/১৮)। ম্যাচসেরা: গ্লেন ফিলিপস।
সেঞ্চুরিয়ান ফিলিপস
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
গ্লেন ফিলিপসের বিধ্বংসী সেঞ্চুরিতে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে সফরকারী নিউজিল্যান্ড। শনিবার রাতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ৭৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। ৭৪ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন ফিলিপস। ত্রিদেশীয় সিরিজের অপর দল দক্ষিণ আফ্র্রিকা।
লাহোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ৪ ও রাচিন রবীন্দ্র ২৫ রানে ফিরেন।
তৃতীয় উইকেটে ১১২ বলে ৯৫ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দলীয় ১৩৪ রানে উইলিয়ামসনকে শিকার করে জুটি ভাঙেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ৭টি চারে ৫৮ রান করেন উইলিয়ামসন।
পঞ্চম উইকেটে মিচেলের সঙ্গে ৬৫ বলে ৬৫ এবং ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৪৭ বলে ৫৪ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের রান আড়াইশ পার করেন ফিলিপস। মিচেল ২টি চার ও ৪টি ছক্কায় ৮৪ বলে ৮১ রান ও ব্রেসওয়েল ২৩ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩১ রান করেন।
তবে সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে ২৬ বলে ৭৬ রানের বিষ্ফোরক জুটিতে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ এনে দেন ফিলিপস। শেষ ১০ ওভারে ১২৩ রান তুলে কিউইরা। ৭২ বলে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির ইনিংসে করেন ফিলিপস। ৬টি চার ও ৭টি ছক্কায় ৭৪ বলে অপরাজিত ১০৬ রান করেন ফিলিপস।
পাকিস্তানের আফ্রিদি ৮৮ রানে ৩টি ও আবরার ৪১ রানে ২ উইকেট নেন।
জবাবে প্রথম দুই উইকেট জুটিতেই হাফ-সেঞ্চুরি পেয়ে যায় পাকিস্তান। বাবর আজমের সঙ্গে ৫২ এবং কামরান গুলামকে নিয়ে ৫১ রান যোগ করেন ওপেনার ফখর জামান।
বাবর ১০ রানে ফিরলেও ফখরের মারমুখী হাফ-সেঞ্চুরিতে ১৯তম ওভারে ১ উইকেটে ১শ’ রান পেয়ে যায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক। এরমধ্যে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৯ বলে ৮৪ রান করে ফিরেন ফখর।
১১৯ রানে চতুর্থ উইকেট পতনের পর ৫৩ রানের জুটিতে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান সালমান আগা ও তায়েব তাহির। দলীয় ১৭২ রানে তাহিরের বিদায়ের পর, আর কোনো বড় জুটি না হওয়ায় শেষ পর্যন্ত ৪৭ দশমিক ৫ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
সালমান ৪০, তাহির ৩০ ও শেষ দিকে আবরার আহমেদ ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ৫৩ রানে ও স্যান্টনার ৪১ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফিলিপস
ত্রিদেশীয় সিরিজের পরের ম?্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল?্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩৩০/৬ (রাচিন ২৫, উইলিয়ামসন ৫৮, ফিলিপস ১০৬*, ব্রেসওয়েল ৩১, আফ্রিদি ৩/৮৮, আবরার ২/৪১, রউফ ১/২৩)।
পাকিস্তান ৪৭.৫ ওভারে ২৫২ (ফাখার ৮৪, বাবর ১০, কামরান ১৮, সালমান ৪০, তাহির ৩০, খুশদিল ১৫, আফ্রিদি ১০, নাসিম ১৩, আবরার ২৩*, রউফ আহত অনুপস্থিত; হেনরি ৩/৫৩, ব্রেসওয়েল ২/৪১, স্যান্টনার ৩/৪১, ফিলিপস ১/১৮)। ম্যাচসেরা: গ্লেন ফিলিপস।