হ্যাঁ অবাক হওয়ার মতোই। খেলা হলো রেয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে, তাহলে বার্সেলোনা জিতলো কী করে? কারণ এই খেলার যে ফল হয়েছে তাতে সবচেয়ে লাভবান বার্সেলোনা।
দুই মাদ্রিদের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। আর সেখানেই মূলত জিতে গেছে বার্সেলোনা।
দুই দল যখন রবিবার ০৯ ফেব্রুয়ারিকাল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে তখন ২২ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৪৯ আর অ্যাতলেতিকো মাদ্রিদেরও সমান ম্যাচে ৪৮ পয়েন্ট। সেখানে ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৫।
গতকালদুই মাদ্রিদের লড়াইয়ে জিতেছে বার্সেলোনা!
ক্রীড়া বার্তা পরিবেশক
হ্যাঁ অবাক হওয়ার মতোই। খেলা হলো রেয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে, তাহলে বার্সেলোনা জিতলো কী করে? কারণ এই খেলার যে ফল হয়েছে তাতে সবচেয়ে লাভবান বার্সেলোনা।
দুই মাদ্রিদের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। আর সেখানেই মূলত জিতে গেছে বার্সেলোনা।
দুই দল যখন গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে তখন ২২ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৪৯ আর অ্যাতলেতিকো মাদ্রিদেরও সমান ম্যাচে ৪৮ পয়েন্ট। সেখানে ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৫।
গতকালকের লড়াইয়ে যদি ড্র না হয়ে রেয়াল জিতে যেতো তাহলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের দূরত্ব হতো ৭ এবং অ্যাতলেতিকো জিতলে পয়েন্টের ব্যবধান হতো ৬। ড্র হওয়াতে রেয়ালের পয়েন্ট ২৩ ম্যাচ শেষে ৫০। আর অ্যাতলেতিকো মাদ্রিদের ২৩ ম্যাচ শেষে ৪৯।
গত রাতে বার্সেলোনা সেভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে। যদি বার্সেলোনা জিততে পারে তাহলে ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হবে ৪৮। রেয়ালের সঙ্গে ২ এবং অ্যাতলেতিকোর সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র। তাতে লীগ শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বার্সেলোনা।
গত শনিবারের ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মূলত এক তরফা ফুটবল খেলেছে রেয়াল মাদ্রিদ। খেলায় সবই করেছে রেয়াল শুধু পাওয়া হয়নি জয়।
আর রেয়ালের গোল হজম করা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। হুলিয়ান আলভারেজের করা ম্যাচের ৩৪ মিনিটের সময় পেনাল্টি গোল নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিআরের সহায়তায় রেফারি পেনাল্টি দেয়। কিন্তু স্পষ্টত দেখা যায় রেয়ালের ফরাসি ডিফেন্ডার চুয়োমেনি যখন অ্যাতলেতিকো মাদ্রিদের স্যামুয়েল লিনোকে ফাউল করে, তখন বল তার কাছ থেকে অনেকটাই সরে গেছে।
রেফারি নিয়ে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে তা সবাই দেখেছে। রেফারি আরও কাছ থেকে দেখেছে কিন্তু তারপরও ভিআরের সহায়তায় পেনাল্টি দেয়া হলো। আমি আর বিতর্ক বাড়াতে চাই না। যা ইতোমধ্যে অনেক দূর গড়িয়েছে।’
রেয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ম্যাচের ৫০ মিনিটে সমতা সূচক গোল করেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বক্সের ভিতরে জটলা তৈরি হয়। জুড বেলিংহামের শট অ্যাতলেতিকোর জাবি গালার্নের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তখন ১-১ গোলে সমতায় ফিরে। এরপর আক্রমণের পর আক্রমণের ঢেউ তুলেও আর গোল পায়নি রেয়াল।
চীনের প্রাচীরের মতো অটুট হয়ে দাঁড়িয়ে ছিল অ্যাতলেতিকোর গোলকিপার জান অবলাক। এরমধ্যে দুটি শট গোলবার থেকেও ফিরেছে রেয়ালের।কের লড়াইয়ে যদি ড্র না হয়ে রেয়াল জিতে যেতো তাহলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের দূরত্ব হতো ৭ এবং অ্যাতলেতিকো জিতলে পয়েন্টের ব্যবধান হতো ৬। ড্র হওয়াতে রেয়ালের পয়েন্ট ২৩ ম্যাচ শেষে ৫০। আর অ্যাতলেতিকো মাদ্রিদের ২৩ ম্যাচ শেষে ৪৯।
রাতে বার্সেলোনা সেভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে। যদি বার্সেলোনা জিততে পারে তাহলে ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হবে ৪৮। রেয়ালের সঙ্গে ২ এবং অ্যাতলেতিকোর সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র। তাতে লীগ শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বার্সেলোনা। শনিবারের ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মূলত এক তরফা ফুটবল খেলেছে রেয়াল মাদ্রিদ। খেলায় সবই করেছে রেয়াল শুধু পাওয়া হয়নি জয়।
আর রেয়ালের গোল হজম করা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। হুলিয়ান আলভারেজের করা ম্যাচের ৩৪ মিনিটের সময় পেনাল্টি গোল নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিআরের সহায়তায় রেফারি পেনাল্টি দেয়। কিন্তু স্পষ্টত দেখা যায় রেয়ালের ফরাসি ডিফেন্ডার চুয়োমেনি যখন অ্যাতলেতিকো মাদ্রিদের স্যামুয়েল লিনোকে ফাউল করে, তখন বল তার কাছ থেকে অনেকটাই সরে গেছে।
রেফারি নিয়ে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে তা সবাই দেখেছে। রেফারি আরও কাছ থেকে দেখেছে কিন্তু তারপরও ভিআরের সহায়তায় পেনাল্টি দেয়া হলো। আমি আর বিতর্ক বাড়াতে চাই না। যা ইতোমধ্যে অনেক দূর গড়িয়েছে।’
রেয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ম্যাচের ৫০ মিনিটে সমতা সূচক গোল করেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বক্সের ভিতরে জটলা তৈরি হয়। জুড বেলিংহামের শট অ্যাতলেতিকোর জাবি গালার্নের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তখন ১-১ গোলে সমতায় ফিরে। এরপর আক্রমণের পর আক্রমণের ঢেউ তুলেও আর গোল পায়নি রেয়াল।
চীনের প্রাচীরের মতো অটুট হয়ে দাঁড়িয়ে ছিল অ্যাতলেতিকোর গোলকিপার জান অবলাক। এরমধ্যে দুটি শট গোলবার থেকেও ফিরেছে রেয়ালের।
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
হ্যাঁ অবাক হওয়ার মতোই। খেলা হলো রেয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে, তাহলে বার্সেলোনা জিতলো কী করে? কারণ এই খেলার যে ফল হয়েছে তাতে সবচেয়ে লাভবান বার্সেলোনা।
দুই মাদ্রিদের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। আর সেখানেই মূলত জিতে গেছে বার্সেলোনা।
দুই দল যখন রবিবার ০৯ ফেব্রুয়ারিকাল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে তখন ২২ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৪৯ আর অ্যাতলেতিকো মাদ্রিদেরও সমান ম্যাচে ৪৮ পয়েন্ট। সেখানে ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৫।
গতকালদুই মাদ্রিদের লড়াইয়ে জিতেছে বার্সেলোনা!
ক্রীড়া বার্তা পরিবেশক
হ্যাঁ অবাক হওয়ার মতোই। খেলা হলো রেয়াল এবং অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে, তাহলে বার্সেলোনা জিতলো কী করে? কারণ এই খেলার যে ফল হয়েছে তাতে সবচেয়ে লাভবান বার্সেলোনা।
দুই মাদ্রিদের খেলা ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে দু’দল। আর সেখানেই মূলত জিতে গেছে বার্সেলোনা।
দুই দল যখন গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে তখন ২২ ম্যাচে রেয়ালের পয়েন্ট ৪৯ আর অ্যাতলেতিকো মাদ্রিদেরও সমান ম্যাচে ৪৮ পয়েন্ট। সেখানে ২২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৪৫।
গতকালকের লড়াইয়ে যদি ড্র না হয়ে রেয়াল জিতে যেতো তাহলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের দূরত্ব হতো ৭ এবং অ্যাতলেতিকো জিতলে পয়েন্টের ব্যবধান হতো ৬। ড্র হওয়াতে রেয়ালের পয়েন্ট ২৩ ম্যাচ শেষে ৫০। আর অ্যাতলেতিকো মাদ্রিদের ২৩ ম্যাচ শেষে ৪৯।
গত রাতে বার্সেলোনা সেভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে। যদি বার্সেলোনা জিততে পারে তাহলে ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হবে ৪৮। রেয়ালের সঙ্গে ২ এবং অ্যাতলেতিকোর সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র। তাতে লীগ শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বার্সেলোনা।
গত শনিবারের ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মূলত এক তরফা ফুটবল খেলেছে রেয়াল মাদ্রিদ। খেলায় সবই করেছে রেয়াল শুধু পাওয়া হয়নি জয়।
আর রেয়ালের গোল হজম করা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। হুলিয়ান আলভারেজের করা ম্যাচের ৩৪ মিনিটের সময় পেনাল্টি গোল নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিআরের সহায়তায় রেফারি পেনাল্টি দেয়। কিন্তু স্পষ্টত দেখা যায় রেয়ালের ফরাসি ডিফেন্ডার চুয়োমেনি যখন অ্যাতলেতিকো মাদ্রিদের স্যামুয়েল লিনোকে ফাউল করে, তখন বল তার কাছ থেকে অনেকটাই সরে গেছে।
রেফারি নিয়ে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে তা সবাই দেখেছে। রেফারি আরও কাছ থেকে দেখেছে কিন্তু তারপরও ভিআরের সহায়তায় পেনাল্টি দেয়া হলো। আমি আর বিতর্ক বাড়াতে চাই না। যা ইতোমধ্যে অনেক দূর গড়িয়েছে।’
রেয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ম্যাচের ৫০ মিনিটে সমতা সূচক গোল করেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বক্সের ভিতরে জটলা তৈরি হয়। জুড বেলিংহামের শট অ্যাতলেতিকোর জাবি গালার্নের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তখন ১-১ গোলে সমতায় ফিরে। এরপর আক্রমণের পর আক্রমণের ঢেউ তুলেও আর গোল পায়নি রেয়াল।
চীনের প্রাচীরের মতো অটুট হয়ে দাঁড়িয়ে ছিল অ্যাতলেতিকোর গোলকিপার জান অবলাক। এরমধ্যে দুটি শট গোলবার থেকেও ফিরেছে রেয়ালের।কের লড়াইয়ে যদি ড্র না হয়ে রেয়াল জিতে যেতো তাহলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের দূরত্ব হতো ৭ এবং অ্যাতলেতিকো জিতলে পয়েন্টের ব্যবধান হতো ৬। ড্র হওয়াতে রেয়ালের পয়েন্ট ২৩ ম্যাচ শেষে ৫০। আর অ্যাতলেতিকো মাদ্রিদের ২৩ ম্যাচ শেষে ৪৯।
রাতে বার্সেলোনা সেভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে। যদি বার্সেলোনা জিততে পারে তাহলে ২৩ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট হবে ৪৮। রেয়ালের সঙ্গে ২ এবং অ্যাতলেতিকোর সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র। তাতে লীগ শিরোপা জয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকবে বার্সেলোনা। শনিবারের ম্যাচে অ্যাতলেতিকোর বিপক্ষে মূলত এক তরফা ফুটবল খেলেছে রেয়াল মাদ্রিদ। খেলায় সবই করেছে রেয়াল শুধু পাওয়া হয়নি জয়।
আর রেয়ালের গোল হজম করা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। হুলিয়ান আলভারেজের করা ম্যাচের ৩৪ মিনিটের সময় পেনাল্টি গোল নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। ভিআরের সহায়তায় রেফারি পেনাল্টি দেয়। কিন্তু স্পষ্টত দেখা যায় রেয়ালের ফরাসি ডিফেন্ডার চুয়োমেনি যখন অ্যাতলেতিকো মাদ্রিদের স্যামুয়েল লিনোকে ফাউল করে, তখন বল তার কাছ থেকে অনেকটাই সরে গেছে।
রেফারি নিয়ে আনচেলত্তি বলেন, ‘মাঠে যা হয়েছে তা সবাই দেখেছে। রেফারি আরও কাছ থেকে দেখেছে কিন্তু তারপরও ভিআরের সহায়তায় পেনাল্টি দেয়া হলো। আমি আর বিতর্ক বাড়াতে চাই না। যা ইতোমধ্যে অনেক দূর গড়িয়েছে।’
রেয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পে ম্যাচের ৫০ মিনিটে সমতা সূচক গোল করেন। অ্যাতলেতিকো মাদ্রিদের বক্সের ভিতরে জটলা তৈরি হয়। জুড বেলিংহামের শট অ্যাতলেতিকোর জাবি গালার্নের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তখন ১-১ গোলে সমতায় ফিরে। এরপর আক্রমণের পর আক্রমণের ঢেউ তুলেও আর গোল পায়নি রেয়াল।
চীনের প্রাচীরের মতো অটুট হয়ে দাঁড়িয়ে ছিল অ্যাতলেতিকোর গোলকিপার জান অবলাক। এরমধ্যে দুটি শট গোলবার থেকেও ফিরেছে রেয়ালের।