আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!
বি-গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল।
এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।
গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার এস্তাদিও ওলিম্পিকো ডে লা ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একইদিনে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুব বিশ্বকাপের আয়োজন করবে চিলি। চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে। সেরা চারের মধ্যে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।
ফাইনাল পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল।
টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচই ঠিক করে দেবে কারা হবে চ্যাম্পিয়ন।
মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করেন ব্রাজিলের প্রাদো (১৫ মিনিটে), রায়ান (১৭ মিনিটে) ও সান্তানা (৭৮ মিনিটে)। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল অ্যাগুয়াও।
অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভাগ্য নির্ধারণী গোলটি করেন আর্জেন্টিনার ইয়ান সুবিয়াব্রে (৮৬ মিনিটে)।
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। সেই ব্রাজিলই কিনা এখন পেছনে ফেলে দিয়েছে স্রেফ আর্জেন্টিনাকেই!
বি-গ্রুপের খেলায় আর্জেন্টিনার পর কলম্বিয়ার কাছেও হেরেছিল ব্রাজিল। চার ম্যাচের দুটিতেই হেরে কোনোমতে টুর্নামেন্টের ফাইনাল পর্বে জায়গা করে নেয় নেইমারদের উত্তরসূরীরা। তবে চূড়ান্ত পর্বে এসেই নিজেদের জাত চেনায় ব্রাজিল।
এই পর্বে পায়ের জাদু দেখিয়ে প্রথম তিন ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। জয়ের হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে তারা।
গতকাল মঙ্গলবার ভেনেজুয়েলার এস্তাদিও ওলিম্পিকো ডে লা ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একইদিনে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুব বিশ্বকাপের আয়োজন করবে চিলি। চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে। সেরা চারের মধ্যে না থাকলেও আয়োজক দেশ হিসেবে খেলবে চিলি।
ফাইনাল পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল।
টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন। আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচই ঠিক করে দেবে কারা হবে চ্যাম্পিয়ন।
মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে গোল করেন ব্রাজিলের প্রাদো (১৫ মিনিটে), রায়ান (১৭ মিনিটে) ও সান্তানা (৭৮ মিনিটে)। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল অ্যাগুয়াও।
অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ভাগ্য নির্ধারণী গোলটি করেন আর্জেন্টিনার ইয়ান সুবিয়াব্রে (৮৬ মিনিটে)।