মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। পরশু দিন প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধানে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
বুধবার দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১-১ সমতা হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়। বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য। সেই দলের অন্যতম সদস্য কাব্য গায়েন জুনিয়র ডেভিস কাপেও রয়েছেন। মালিয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপের আগেই মেয়েদের টুর্নামেন্টে অবশ্য বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি।
আন্তর্জাতিক: মায়ানমারে নির্বাচন নাকি বন্দুকের মুখে
অর্থ-বাণিজ্য: সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা
অর্থ-বাণিজ্য: আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
অর্থ-বাণিজ্য: বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
অর্থ-বাণিজ্য: এলডিসি উত্তরণের পর ইইউতে রপ্তানিতে শুল্ক বাড়বে ১২ শতাংশ
অর্থ-বাণিজ্য: পাঁচ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে ২৬ শতাংশ