টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। খেলে গেছেন ওয়ানডে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলতে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরদিনের জন্য জাতীয় দলের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। বুধবার রাতে ফেইসবুক পোস্টে এই ঘোষণা দেন বাংলাদেশের অলরাউন্ডার। মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সব প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’
‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’
একদম শেষে আক্ষেপ প্রকাশ পেয়েছে তার লেখাতে, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও এগিয়ে যেতে হয়। শান্তি.... আলহামদুল্লিাহ।’ পরিশেষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আমার টিম এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ। লম্বা ক্যারিয়ারে বেশ কয়েকবার বাদ পড়লেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে ৪ রান এসেছিল তার ব্যাট থেকে। ওই ব্যর্থতার পর তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিলো। সেই সমালোচনা সামলে নিতে পারেননি তিনি।
দুই দিন আগে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই অলরাউন্ডার। তখনই বোঝা যাচ্ছিলো, যে কোনও সময় অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। অবশেষে বুধবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।
লম্বা ক্যারিয়ারের ২৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে তার রান ৫ হাজার ৬৮৯। বল হাতে নিয়েছেন ৮২ উইকেট। ২০২৪ সালের অক্টোবরে কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২ হাজার ৪৪৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১১৭.৩৮। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরও আগে।
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে হুট করেই অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।
বুধবার, ১২ মার্চ ২০২৫
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন আগেই। খেলে গেছেন ওয়ানডে। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলতে দেখা গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরদিনের জন্য জাতীয় দলের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। বুধবার রাতে ফেইসবুক পোস্টে এই ঘোষণা দেন বাংলাদেশের অলরাউন্ডার। মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সব প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।’
‘আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। এবং পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।’
একদম শেষে আক্ষেপ প্রকাশ পেয়েছে তার লেখাতে, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও এগিয়ে যেতে হয়। শান্তি.... আলহামদুল্লিাহ।’ পরিশেষে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘আমার টিম এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ। লম্বা ক্যারিয়ারে বেশ কয়েকবার বাদ পড়লেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে ৪ রান এসেছিল তার ব্যাট থেকে। ওই ব্যর্থতার পর তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিলো। সেই সমালোচনা সামলে নিতে পারেননি তিনি।
দুই দিন আগে কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই অলরাউন্ডার। তখনই বোঝা যাচ্ছিলো, যে কোনও সময় অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। অবশেষে বুধবার রাতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।
লম্বা ক্যারিয়ারের ২৩৯টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ৩৬.৪৬ গড়ে ৪ সেঞ্চুরি ও ৩২ হাফ সেঞ্চুরিতে তার রান ৫ হাজার ৬৮৯। বল হাতে নিয়েছেন ৮২ উইকেট। ২০২৪ সালের অক্টোবরে কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। এই ফরম্যাটে ১৪১ ম্যাচে ২৩.৫০ গড়ে ২ হাজার ৪৪৪ রান করেন তিনি। স্ট্রাইক রেট ১১৭.৩৮। বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আরও আগে।
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে হুট করেই অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার।